পালটে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of পালটানো: পালটানো – to change, to alter
Samsad Bengali-English Dictionary
perfective participle of পালটানো: পালটা [ pālaṭā ] a contrary, counteracting, revoking, opposing, counter; return; ex changing. পালটা অভিযোগ same as পালটা নালিশ । পালটা আক্রমণ a counter attack. পালটা আমন্ত্রণ a return invitation. পালটা জবাব a retort. পালটা নালিশ a counter charge, a counter complaint. পালটা মামলা a counter case. পালটা হুকুম a countermand. পালটানো v. to revoke; to change, to alter. ~পালটি n. exchange; act of changing for or with another. পালটাপালটি করা v. to exchange, to change for or with another; to swap.
Samsad Bangla Abhidhan
locative of পালট: পালট [ pālaṭa ] বি. প্রত্যাবর্তন; পরিবর্তন (ওলটপালট)। [হি. পালটা < প্রাকৃ. পলোট্ট < সং. পর্যস্ত। perfective participle of পালটানো: পালটা [ pālaṭā ] বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)। ☐ ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)। [হি. √ পলট (< প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]। ~নো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। ☐ বিণ. উক্ত অর্থে। ~পালটি বি. বারবার বা পরস্পর বদল।

Processing time: 1.37 s