পার্বত্য definitions

Bangla-Tangla Dictionary
পার্বত্য [adjective] of the hills
Samsad Bengali-English Dictionary
পার্বত, পার্বত্য [ pārbata, pārbatya ] a of a mountain or hill; mountainous, hilly; born or living on a mountain or hill or in a hill-district; highland. পার্বতী n. Goddess Durga (দুর্গা); the daughter of the Himalayas. পার্বত্য অঞ্চল, পার্বত্য প্রদেশ a hill-district, a hilly region or country. পার্বত্য উদ্ভিদ mountain vegetation. পার্বত্য জাতি a hilltribe. পার্বত্য জাতির লোক a hill-man, a highlander (pl. hill-folk).
Samsad Bangla Abhidhan
পর্বত [ parbata ] বি. ভূপৃষ্ঠ থেকে বহু উঁচু ও বহুদূর বিস্তৃত শিখরবিশিষ্ট ভূভাগ, পাহাড়, গিরি, শৈল। [সং. √ পর্ব্ + অত]। ~গহ্বর বি. পর্বতের মধ্যস্থ গুহা বা কন্দর। ~জাত বিণ. পর্বতে উৎপন্ন। ~পতি বি. হিমালয়। ~প্রমাণ বিণ. পর্বতের মতো উঁচু বা বিশাল (পর্বতপ্রমাণ অভিযোগ)। ~সংকুল বিণ. (প্রচুর) পর্বত আছে এমন (পর্বতসংকুল দেশ)। পর্বতারোহী (-হিন্) বি. বিণ. পর্বতে আরোহণ করে এমন, পাহাড়ে ওঠে এমন। (অপ্র.) পর্বতীয়, (অপ্র.) পার্বত, (অপ্র.) পার্বতীয়, পার্বত্য বিণ. 1 পর্বতসম্বন্ধীয়; 2 পর্বতে জাত বা উৎপন্ন (পার্বত্য উদ্ভিদ); 3 পর্বতে বাসকারী (পার্বত্য উপজাতি)। পার্বত, (অশু. কিন্তু প্রচলিত) পার্বতীয় [ pārbata, (aśu. kintu pracalita) pārbatīẏa ] বিণ. 1 পর্বত সম্বন্ধীয় (পার্বত উপজাতি); 2 পর্বতময় (পার্বতীয় অঞ্চল); 3 পর্বতবাসী; 4 পর্বতে জাত; 5 পাহাড়িয়া। [সং. পর্বত + অ, ঈয় (?)]। পার্বত্য (বাংলায় অধিকতর প্রচলিত) বিণ. পার্বত ও পার্বতীয় -র রূপভেদ। পার্বত্য [ pārbatya ] দ্র পার্বত

Processing time: 0.39 s