Bangla-Tangla Dictionary
পরে – after
3rd person ordinary present simple tense of পরা:
পরা – to wear
perfective participle of পরা:
পরা
– to wear
Samsad Bengali-English Dictionary
পরে [ parē ] adv. & prep after, afterwards (সে পরে আসছে); thereafter, then (পরে যেখানে গেলাম); in future (পরে কী হয় বলা যায় না); after the occurrence of, after that (ট্রেন ছারার পরে স্টেশনে পৌঁছলাম); at the back of (রামের পরে শ্যাম যাচ্ছে); below (আমার নামের পরেই তার নাম); born later (এই ভাইটি আমার পরে). পরের দিন n. the day after. ☐ adv. on the following day.
3rd person ordinary present simple tense of পরা:
পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
perfective participle of পরা:
পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পরে1 [ parē1 ] ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)।
3rd person ordinary present simple tense of পরা:
পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
perfective participle of পরা:
পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।