Off by 2 letters:
পরার্থে definitions

Samsad Bengali-English Dictionary
পরার্থ [ parārtha ] n the good or interest or need of others or another. ~পর, ~পরায়ণ a. devoted to doing good to others, devoted to serving the interest or need of others; altruistic. fem. ~পরায়ণা । ~পরতা n. devotion to do good to others, devotion to serve the interest or need of others; benevolence; altruism. ~বাদ, পরার্থিতা n. altruism. পরার্থে adv. for the sake of others or another.
Samsad Bangla Abhidhan
পরার্থ [ parārtha ] বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। ~পর বিণ. পরোপকারপরায়ণ। বি. ~পরতাপরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। ~বাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।
পার্থ definitions

Bangla-Tangla Dictionary
পার্থ – Partha [name]
Samsad Bangla Abhidhan
পার্থ [ pārtha ] বি. 1 পৃথার (কুন্তী) পুত্র অর্জুন ('পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য': য. সে.); 2 অর্জুনগাছ। [সং. পৃথা + অ]।
Off by 3 letters:
পদার্থ definitions

Bangla-Tangla Dictionary
পদার্থ – substance, matter, stuff
Samsad Bengali-English Dictionary
পদার্থ [ padārtha ] n meaning of a word; connotation of a term; a thing, an article, a material, substance, intrinsic worth (লোকটার আর পদার্থ নেই); (log.) category; (phil. & sc.) matter; (sc.) an element. ~বিজ্ঞান, ~বিদ্যা n. physics. ~বিজ্ঞানী, ~বিদ, a. versed in physics. ☐ n. a physicist, a person skilled in physics.
Samsad Bangla Abhidhan
পদার্থ [ padārtha ] বি. 1 পদের বা শব্দের অর্থ বা প্রতিপাদ্য 2 বস্তু, দ্রব্য, জিনিস (এ কেমন পদার্থ ? জড় পদার্থ 3 সার (এ বইয়ে পদার্থ কিছু নেই) 4 (বৈশেষিক দর্শ.) দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বা শ্রেণি, বিশেষ বা ব্যক্তি, সমবায় বা গুণ ও ক্রিয়ার যোগ এবং অভাব 5 (তর্কশাস্ত্রে) জ্ঞানের বিষয়সমূহকে যে-সমস্ত বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়, category (বি. প.) [সং. পদ + অর্থ]। ~বিজ্ঞান, ~.বিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.
পরার্থ definitions

Samsad Bengali-English Dictionary
পরার্থ [ parārtha ] n the good or interest or need of others or another. ~পর, ~পরায়ণ a. devoted to doing good to others, devoted to serving the interest or need of others; altruistic. fem. ~পরায়ণা । ~পরতা n. devotion to do good to others, devotion to serve the interest or need of others; benevolence; altruism. ~বাদ, পরার্থিতা n. altruism. পরার্থে adv. for the sake of others or another.
Samsad Bangla Abhidhan
পরার্থ [ parārtha ] বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। ~পর বিণ. পরোপকারপরায়ণ। বি. ~পরতাপরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। ~বাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।
পরার্থপর definitions

Samsad Bengali-English Dictionary
পরার্থ [ parārtha ] n the good or interest or need of others or another. ~পর, ~পরায়ণ a. devoted to doing good to others, devoted to serving the interest or need of others; altruistic. fem. ~পরায়ণা । ~পরতা n. devotion to do good to others, devotion to serve the interest or need of others; benevolence; altruism. ~বাদ, পরার্থিতা n. altruism. পরার্থে adv. for the sake of others or another.
Samsad Bangla Abhidhan
পরার্থ [ parārtha ] বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। ~পর বিণ. পরোপকারপরায়ণ। বি. ~পরতাপরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। ~বাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।
পাথর definitions

Bangla-Tangla Dictionary
পাথর [noun] [adjective] stone
Samsad Bengali-English Dictionary
পাথর [ pāthara ] n stone; a stone-made dinner plate; a precious stone, a gem; (fig.) becoming hardened by grief (দুঃখে পাথর হয়ে যাওয়া); a stone-hearted or unfeeling person. পাথরে পাঁচ কিল the most formidable good fortune or good time. ~কুচি n. a stone-chip; rubble; an aromatic medicinal herb, stonewort. ~-চাপা a. (fig.) incapable of thriving. ~চুন n. lime obtained by calcining calcium carbonate (as limestone). ~বাটি n. a stone-cup.
Samsad Bangla Abhidhan
পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)। [সং. প্রস্তর]। ~কুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ। ~চাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না। ~চুন দ্র চুনপাথরে পাঁচ কিল ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাৎ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।
পাথুরে definitions

Samsad Bengali-English Dictionary
পাথুরে [ pāthurē ] a of stone; made of stone (পাথুরে গেলাস); full of stones (পাথুরে দেশ); stone hard (পাথুরে মাটি); (fig.) unfeeling or undaunted or impregnable; stony. পাথুরে কয়লা stone coal, anthracite.
Samsad Bangla Abhidhan
পাথুরে, পাথুরিয়া, পাথরিয়া [ pāthurē, pāthuriẏā, pāthariẏā ] বিণ. 1 পাথরের তৈরি (পাথুরে বাটি); 2 প্রস্তরসম্বন্ধীয়; 3 প্রস্তরময় (পাথুরে মাটি, পাথুরে জমি); 4 প্রস্তরবৎ কঠিন (পাথুরে কয়লা)। [বাং. পাথর + ইয়া1 > এ]।
পারে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of পারা: পারা – to be able to do
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of পারা: পারা3 [ pārā3 ] v (aux.) to be able, can, may (করতে পারা). ☐ v. to do, to perform, to execute, to manage (সে এ কাজ পারে না); to vie with, to compete with (সে তার সঙ্গে পারে না).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of পারা: পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)। [সং. √ পৃ + বাং. আ]।
পার্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of পারা: পারা – to be able to do
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of পারা: পারা3 [ pārā3 ] v (aux.) to be able, can, may (করতে পারা). ☐ v. to do, to perform, to execute, to manage (সে এ কাজ পারে না); to vie with, to compete with (সে তার সঙ্গে পারে না).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of পারা: পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)। [সং. √ পৃ + বাং. আ]।
পার্থব definitions

Samsad Bangla Abhidhan
পার্থব [ pārthaba ] বি. 1 স্থূলতা, পৃথুলতা; 2 বিশালতা, অতিকায়তা। [সং. পৃথু + অ]।
Off by 4 letters:
অপদার্থ definitions

Bangla-Tangla Dictionary
অপদার্থ – inept, worthless
Samsad Bengali-English Dictionary
অপদার্থ [ apadārtha ] a worthless, useless; trashy; in competent, unfit; good-for-nothing. ~তা n. worthlessness; incompetence; uselessness.
Samsad Bangla Abhidhan
অপদার্থ [ apadārtha ] বিণ. অসার; অযোগ্য; অকর্মণ্য, যার দ্বারা কোনো কাজ হয় না। [সং. ন + পদার্থ]। বি. ~তা
অর্থে definitions

Samsad Bengali-English Dictionary
অর্থে [ arthē ] prep for, on account of কী অর্থে in what sense.
Samsad Bangla Abhidhan
অর্থে [ arthē ] অব্য. জন্য, কারণে। ☐ বি. (7মী বিভক্তি) যুক্তিতে, মানতে, তাৎপর্যে (একে ভালো বলছ কী অর্থে?)। [সং. অর্থ + বাং. এ]।
আপদর্থে definitions

Samsad Bangla Abhidhan
আপদ, আপদ্ [ āpada, āpad ] বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ~গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ~বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ~ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ~ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।
উপার্থন definitions

Samsad Bengali-English Dictionary
উপার্থন [ upārthana ] n canvassing votes; canvassing.
Samsad Bangla Abhidhan
উপার্থন [ upārthana ] বি. 1 সম্মতি, রাজি হওয়া, সায়; 2 উমেদারি; (ভোট বা সমর্থন) প্রার্থনা, canvassing (স. প.)। [সং. উপ + √ অর্থ্ + অন]।
পরত্র definitions

Samsad Bengali-English Dictionary
পরত্র [ paratra ] adv in the world beyond death, in the life beyond; in future.
Samsad Bangla Abhidhan
পরত্র [ paratra ] ক্রি-বিণ. পরকালে, পরলোকে। [সং. পর3 + ত্র]।
পরমার্থ definitions

Samsad Bengali-English Dictionary
পরমার্থ [ paramārtha ] n the greatest object; the greatest truth, reality; God; religion or spiritual truth. ~চিন্তা n. spiritual meditation; meditation about God or reality. ~তত্ত্ব n. (phil.). truths about reality; theological truths; spiritual truths.
Samsad Bangla Abhidhan
পরমার্থ [ paramārtha ] বি. 1 অভীষ্টতম বস্তু, শ্রেষ্ঠ কাম্য বস্তু; 2 সত্য; 3 ধর্ম। [সং. পরম + অর্থ]। ~চিন্তা বি. 1 ব্রহ্মধ্যান; 2 ধর্মচিন্তা (স্বার্থের পরিবর্তে পরমার্থচিন্তা)।
পরে definitions

Bangla-Tangla Dictionary
পরে – after

3rd person ordinary present simple tense of পরা:
পরা – to wear

perfective participle of পরা:
পরা – to wear

Samsad Bengali-English Dictionary
পরে [ parē ] adv. & prep after, afterwards (সে পরে আসছে); thereafter, then (পরে যেখানে গেলাম); in future (পরে কী হয় বলা যায় না); after the occurrence of, after that (ট্রেন ছারার পরে স্টেশনে পৌঁছলাম); at the back of (রামের পরে শ্যাম যাচ্ছে); below (আমার নামের পরেই তার নাম); born later (এই ভাইটি আমার পরে). পরের দিন n. the day after. ☐ adv. on the following day. 3rd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to). perfective participle of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পরে1 [ parē1 ] ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)। 3rd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে। perfective participle of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
পর্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of পরা: পরা – to wear
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
পাত্র definitions

Bangla-Tangla Dictionary
পাত্র – object, container, groom, male character in a play
Samsad Bengali-English Dictionary
পাত্র [ pātra ] n a pot, a vessel, a utensil, a container; a minister, a counsellor; a deserving man or an object (প্রশংসার পাত্র); a man, a fellow (ভবি ভোলার পাত্র নয়); a male character in a play; bride groom; a prospective bridegroom. পাত্র দেখা v. to interview a prospective bridegroom for selection; to choose a bridegroom. ~পক্ষ n. the bridegroom's people or party. ~মিত্র n. pl. (a monarch's) courtiers and friends. ~স্থ a. lying on or contained in a pot or vessel; (of a girl) wedded, married. পাত্রস্থ করা v. to give (a girl) in marriage, to marry, to wed. পাত্রাপাত্র n. deserving and undeserving persons. পাত্রাপাত্রবিচার n. discrimination between deserving and undeserving persons. পাত্রী n. fem. a deserving woman or a female object; a female character in a play; a bride; a prospective bride. পাত্রী দেখা v. to inter view a prospective bride for selection; to choose a bride. পাত্রীপক্ষ n. the bride's people or party. যোগ্যপাত্র n. a deserving person; a worthy groom. যোগ্যপাত্রী n. a worthy bride. সৎপাত্র n. same as যোগ্যপাত্র ।
Samsad Bangla Abhidhan
পাত্র [ pātra ] বি. 1 আধার (ভোজনপাত্র); 2 মন্ত্রী, উপদেষ্টা (পাত্রমিত্র); 3 যোগ্য ব্যক্তি (প্রশংসার পাত্র); 4 আস্পদ, ভাজন (স্নেহের পাত্র); 5 ব্যক্তি (আমি তেমন পাত্র নই, ভুল করার পাত্র নয়); 6 বিবাহের বর (পাত্রপক্ষ); 7 নাটকের চরিত্র। [সং. √ পা + ত্র]। স্ত্রী. পাত্রী। ~তা বি. 1 যোগ্যতা; 2 গৌরব। ~স্থ বিণ. বিবাহে বরের হাতে সমর্পিত (মেয়েটাকে পাত্রস্থ করে এখন সে নিশ্চিন্ত)। পাত্রাপাত্র বি. যোগ্য ও অযোগ্য পাত্র।
পাথরি definitions

Samsad Bengali-English Dictionary
পাথরি [ pāthari ] n (med.) a stone-like concretion formed within the body, calculus, con cretion. দাঁতের পাথরি incrustation of saliva, calcium phosphate etc. forming on the teeth, tartar formed on teeth.
Samsad Bangla Abhidhan
পাথরি, পাথুরি [ pāthari, pāthuri ] বি. মূত্রাশয়ের ব্যাধিবিশেষ, অশ্মরী। [বাং. পাথর + ই]।

Processing time: 0.73 s