পানে definitions

Bangla-Tangla Dictionary
পানে [postposition] toward
Samsad Bengali-English Dictionary
পানে [ pānē ] prep in the direction of, towards, to (মুখপানে). locative of পান: ছাঁচি [ chān̐ci ] a pure, genuine; indigenous (ছাঁচি কুমরো). ছাঁচি কুমড়ো, ছাঁচি পান, ছাঁচি বেত see কুমড়ো, পান and বেত respectively. locative of পান: পান1 [ pāna1 ] n betel-leaf. ছাঁচি পান, বাংলা পান, মিঠা পান different kinds of betel-leaves. পান খাওয়া v. to chew betel leaf together with betel-nut, catechu, lime etc. পান থেকে চুন খসা v. (fig.) to commit a very negligible offence or lapse. পান সাজা v. to form a small conical cup of betel leaf after putting betel-nut, catechu, lime etc. within this cup. পানের বাটা n. a betel-box. locative of পান: পান2 [ pāna2 ] n (of iron and baser metals) temper, annealing; (of gold and noble metals) alloy. পান দেওয়া v. to temper, to anneal; to alloy. locative of পান: পান3 [ pāna3 ] n drinking; act of drinking wine (পানদোষ); (fig.) thorough enjoyment (সৌন্দর্যপান). পান করা v. to drink; to drink wine; (fig.) to enjoy thoroughly.
Samsad Bangla Abhidhan
পানে [ pānē ] অব্য. ক্রি-বিণ. দিকে, প্রতি, অভিমুখে ('আমার পানে চেয়ে চেয়ে': রবীন্দ্র; 'মুখপানে চেয়ে দেখি': রবীন্দ্র)। [দেশি]। locative of পান: পান1 [ pāna1 ] বি. তাম্বূল, মশলা-সহযোগে চিবানো হয় এমন ঝাঁঝালো পাতাবিশেষ। [সং. পর্ণ]। পানতামাক দেওয়া ক্রি. বি. পান তামাক প্রভৃতি দিয়ে আপ্যায়ন করা। পান থেকে চুন খসা ক্রি. বি. (আল.) সামান্য ত্রুটিবিচ্যুতি হওয়া। পান সাজা ক্রি. বি. সুপারি চুন খয়ের প্রভৃতি সহযোগে পানের খিলি তৈরি করা। locative of পান: পান2 [ pāna2 ] বি. 1 ঝাল, যে নিকৃষ্ট ধাতু গলিয়ে ধাতুদ্রব্যাদি জোড়া দেওয়া হয়; 2 ইস্পাত প্রভৃতি ধাতুতে কাঠিন্য সঞ্চার (পান দেওয়া, to temper)। [দেশি]। পান মরা ক্রি. বি. মিশ্রিত খাদের জন্য গহনার স্বর্ণাদির ওজন কমা। পান-মরা বি. মিশ্রিত খাদের জন্য গহনার স্বর্ণাদির হ্রাসপ্রাপ্ত ওজন। locative of পান: পান3 [ pāna3 ] বি. 1 তরল পদার্থ গলাধঃকরণ, গেলা (দুধ পান করা); 2 সুরাপান, মদ্যপান, নিষিদ্ধ বস্তু সেবন (পান দোষ)। [সং. √ পা + অন]। ~গোষ্ঠী বি. মদের বা মদ্যপানের আড্ডা। ~দোষ বি. মদ্যপানের কু অভ্যাস। ~পাত্র বি. মদ জল প্রভৃতি পান করার পাত্র। ~শৌণ্ড বিণ. অত্যধিক মদ্যপানাসক্ত। locative of পান: পানগোষ্ঠী [ pānagōṣṭhī ] দ্র পান3 locative of পান: পানপাত্র [ pānapātra ] দ্র পান3 locative of পান: পানশৌণ্ড [ pānaśauṇḍa ] দ্র পান3

Processing time: 0.41 s