পাথর definitions

Bangla-Tangla Dictionary
পাথর [noun] [adjective] stone
Samsad Bengali-English Dictionary
পাথর [ pāthara ] n stone; a stone-made dinner plate; a precious stone, a gem; (fig.) becoming hardened by grief (দুঃখে পাথর হয়ে যাওয়া); a stone-hearted or unfeeling person. পাথরে পাঁচ কিল the most formidable good fortune or good time. ~কুচি n. a stone-chip; rubble; an aromatic medicinal herb, stonewort. ~-চাপা a. (fig.) incapable of thriving. ~চুন n. lime obtained by calcining calcium carbonate (as limestone). ~বাটি n. a stone-cup.
Samsad Bangla Abhidhan
পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)। [সং. প্রস্তর]। ~কুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ। ~চাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না। ~চুন দ্র চুনপাথরে পাঁচ কিল ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাৎ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।

Processing time: 0.46 s