পাঁচটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of পাঁচ: পাঁচ – 5, five
Samsad Bengali-English Dictionary
definitive of পাঁচ: পাঁচ [ pān̐ca ] n. & a five. পাঁচ কথা a lot of talking; many and varied topics; harsh words; a talking-to; reproof.
Samsad Bangla Abhidhan
definitive of পাঁচ: পাঁচ [ pān̐ca ] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ]। ~ই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।~কথা বি. 1 অনেক কথা; নানা কথা; 2 কটু কথা। ~কান বিণ. নানা জনের কানে যায় এমন; প্রচারিত। ~চুলা, ~চুলো বি. বিশ্রী ও অসমানভাবে চুল ছাঁটা।~জন বি. (আল.) জনসাধারণ (পাঁচজনে কী বলবে?)। ~ফোড়ন বি. রান্নায় ব্যবহৃত পাঁচ রকমের মশলা-জিরে কালোজিরে মেথি মৌরি ও রাঁধুনি। ~মাথা বি. যেখানে পাঁচটি রাস্তা মিশেছে (পাঁচ মাথার মোড়)। ~মিশালি বিণ. বিবিধ দ্রব্যের মিশ্রণজাত; মিশ্রিত। কথ্য~মিশেলি। ~সালা বিণ. পাঁচ সাল বা বছর ধরে ঘটে বা চালু থাকে এমন; পাঁচ বছর মেয়াদি।

Processing time: 0.46 s