পলায়ন definitions

Bangla-Tangla Dictionary
পলায়ন – escape
Samsad Bengali-English Dictionary
পলায়ন [ palāẏana ] n act of running away or fleeing, flight; escape. পলায়ন করা v. same as পালানো (v.). ~পর a. fleeing, fugitive; absconding; escaping. পলায়নপর সেনাবাহিনী the retreating army. পলায়নোদ্যত a. attempting to flee or es cape, about to run away.
Samsad Bangla Abhidhan
পলায়ন [ palāẏana ] বি. (ভয়ে বা অন্য কোনো কারণে) দৃষ্টির বাইরে যাওয়া, পালানো, চম্পট। [সং. পরা2 + √ অয়্ + অন]। পলায়নি বিণ. পালাতে চায় বা এড়িয়ে যেতে চায় এমন (পলায়নি দৃষ্টিভঙ্গি)। পলায়নি মনোবৃত্তি বি. এড়িয়ে যাওয়া, escapism. পলায়-মান বিণ. পলায়ন করছে এমন। পলায়িত বিণ. পালিয়েছে এমন। স্ত্রী. পলায়িতা

Processing time: 0.44 s