পর্যায় definitions

Bangla-Tangla Dictionary
পর্যায় – phase, point in time
Samsad Bengali-English Dictionary
পর্যায় [ paryāẏa ] n a turn; serial order; succession; state, condition, shape, form, series (নবপর্যায়); a generation (আদিপুরুষ থেকে সাতাশের পর্যায়); a synonym (usu. পর্যায়শব্দ); (chiefly in sc.) a period (usu. পর্যায়কাল). ~ক্রমে adv. by turns; serially; successively; alternately. ~চ্যুতি, ~ভঙ্গ n. a break in the series, a break in periodicity; inversion. ~শব্দ n. synonymous words; related or cognate words. ~সম a. rhyming alternately. ~সারণি n. (chem.) a periodic table.
Samsad Bangla Abhidhan
পর্যায় [ paryāẏa ] বি. 1 ক্রম, পালা, আনুপূর্ব্য (পর্যায়ক্রমে ঘটা); 2 অবস্থা, ক্রম (ব্যাপারটা কোন পর্যায়ে আছে?); 3 বংশের প্রবর্তক থেকে পুরুষ-পরম্পরাগত সংখ্যা, generation; 4 সমানার্থবোধক শব্দ (একই পর্যায়ভুক্ত শব্দ); 5 (বিজ্ঞা.) নির্দিষ্টপরিমাণ কাল; 6 গ্রহাদির আবর্তনকাল, period (বি.প.)। [সং. পরি + √ ই + অ]। ~ক্রমে ক্রি-বিণ. পর্যায় অনুসারে; ক্রম অনুসারে; পরপর। ~শব্দ বি. একই শ্রেণিভুক্ত শব্দ।

Processing time: 0.39 s