পরিবার definitions

Bangla-Tangla Dictionary
পরিবার – family, family member

shadhu genitive of verbal noun of পরা:
পরা – to wear

Samsad Bengali-English Dictionary
পরিবার [ paribāra ] n a family; a family circle; a wife. পরিবার পরিকল্পনা n. family planning. shadhu genitive of verbal noun of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পরিবার [ paribāra ] বি. 1 পরিজন; 2 স্ত্রী সন্তান প্রভৃতি পোষ্যবর্গ (পরিবারের লোকজন, পরিবার পরিকল্পনা); 3 পত্নী, স্ত্রী (আমার পরিবারের শরীরটা ভালো যাচ্ছে না)। [সং. পরি + √ বৃ + অ]। বিণ. পারি-বারিকপরিবার পরিকল্পনা বি. সন্তান-সন্ততির জন্ম নিয়ন্ত্রণ, family planning. shadhu genitive of verbal noun of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 0.38 s