Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
পটের definitions
Samsad Bengali-English Dictionary
genitive of পট:পট1 [ paṭa1 ] n cloth or canvas (পটমন্ডপ); a canvas for painting on, a canvas with a painting on, a painting (চিত্রপট); a painted earthen pot of convex shape; a painted slide as displayed on the stage, a scene (দৃশ্যপট). ~কারn. a painter; a weaver.genitive of পট:পট2, পট্ [ paṭa2, paṭ ] int expressing: crackling noise; noise of bursting, splitting or snapping; suddenness; quickness. পট করেadv. with a crackling or snapping noise; suddenly; quickly. পটাপটadv. making such a noise in quick (and often sudden) succession; suddenly; quickly.
Samsad Bangla Abhidhan
genitive of পট:দৃশ্য [ dṛśya ] বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্থানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. ☐ বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ~কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ~ত, (বর্জি.) ~তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।~পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ~মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগৎ)। ~সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য।genitive of পট:পট1 [ paṭa1 ] অব্য. বি. 1 ফোটার বা মৃদুভাবে ফেটে যাওয়ার বা বিস্ফোরণের শব্দ; 2 হঠাৎ, আচমকা (পট করে ওই কথাটা বললে কেন?)। ~পট অব্য. ক্রি-বিণ. বি. ক্রমাগত পট শব্দ; অতি দ্রুত। পটাপট ক্রি-বিণ. পটপট করে, অতি দ্রুত।genitive of পট:পট2 [ paṭa2 ] বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas ('তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা': রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]। ~বাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ। ~ভূমি, ~ভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ। ~মণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু।genitive of পট:পটপট [ paṭapaṭa ] দ্র পট1।genitive of পট:পটবাস, পটভূমি, পটভূমিকা, পটমণ্ডপ [ paṭabāsa, paṭabhūmi, paṭabhūmikā, paṭamaṇḍapa ] দ্র পট2।genitive of পট:পটাপট [ paṭāpaṭa ] দ্র পট1।genitive of পট:পটাবাস [ paṭābāsa ] দ্র পট2।