নড়া definitions

Bangla-Tangla Dictionary
নড়া – to shake (absent an external agent), to move

2nd person intimate present imperative tense of নড়ানো:
নড়ানো – to cause to shake

Samsad Bengali-English Dictionary
নড়া1 [ naṛā1 ] n (dero. & vul.) the hand or the arm. নড়া2 [ naṛā2 ] v to move; to shake, to stir; to shift, to remove; to get loose; to be come otherwise, to deviate, to be altered. ☐ a. one who or that which has moved; shaken; shifted, removed; loosened; altered. 2nd person intimate present imperative tense of নড়ানো: নড়ানো [ naṛānō ] v to (cause to) move or shake or stir or shift or remove or loosen or alter.
Samsad Bangla Abhidhan
নড়ন [ naṛna ] বি. 1 নড়া, বিচলন; 2 সঞ্চলন; 3 স্পন্দন। [নড়া2 দ্র]। ~চড়ন বি. নড়াচড়া; নড়া এবং চলেফিরে বেড়ানো (নড়চড়ন বন্ধ)। নড়া1 [ naṛā1 ] (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)। [দেশি-তু. নল (অর্থাৎ চোঙের সদৃশ বলে) + আ > নড়া]। নড়া2 [ naṛā2 ] ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ~চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ~নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্থানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present imperative tense of নড়ানো: নড়া2 [ naṛā2 ] ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ~চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ~নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্থানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.4 s