নো definitions

Samsad Bangla Abhidhan
গুমরা [ gumarā ] ক্রি. মনে চেপে রাখা শোক, দুঃখ, অভিমান, ঈর্ষা প্রভৃতিতে কষ্ট পাওয়া; মনে মনে দুঃখকষ্ট ভোগ করা (নিজের মনে গুমরে মরছে, বেদনা গুমরে উঠছে)। [তু. ফা. গুম্সুম=মৌনী, নিস্তব্ধ]। নো ক্রি. গুমরা। ☐ বি. উক্ত অর্থে। পাছড়া2 [ pāchaṛā2 ] ক্রি. পাছড়ানো। [পাছাড় দ্র]।~নো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.45 s