নেশার definitions

Bangla-Tangla Dictionary
genitive of নেশা: নেশা – addiction
Samsad Bengali-English Dictionary
genitive of নেশা: নেশা [ nēśā ] n any intoxicating drug or liquor (নেশার জিনিস); intoxication, (when caused by wine) inebriation (নেশার ঘোর); great attraction or attachment or infatuation or propensity (কাজের নেশা, চোখের নেশা); a fad, a craze (কবিতা লেখার নেশা); stupefaction, besotted ness. নেশা করা to be a drug-addict or to be addicted to drinking. ~খোর a. addicted to taking an intoxicating drug or addicted to drinking. ☐ n. a drug-addict or a drunkard. নেশার বুঁদ dead drunk, the worse for liquor or drink. নেশার ঘোরে under the influence of wine or some other intoxicant. নেশারি a. intoxicating (নেশারি রূপ).
Samsad Bangla Abhidhan
genitive of নেশা: নেশা [ nēśā ] বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]। নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। ~খোর বি. মাদকসেবী।

Processing time: 1.26 s