Search
Options
Omit Bangla-Tangla Dictionary
Omit Samsad Bengali-English Dictionary
Omit Samsad Bangla Abhidhan
Omit conjugations and other variants
Maximum matches to return
নেভানো definitions
Bangla-Tangla Dictionary
নেভানো
– to extinguish
Samsad Bangla Abhidhan
নিবা, নেবা, নিভা, নেভা [ nibā, nēbā, nibhā, nēbhā ] ক্রি. 1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, 'ঘেরিল যামিনী, নিভিল আলো': রবীন্দ্র); 2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উৎসাহ নিবে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]। ~নো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। ☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)। নিব-নিব, নিবু-নিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়। ☐ বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)। নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।
নেভা, নেভানো [ nēbhā, nēbhānō ] যথাক্রমে নেবা ও নেবানো -র অধিকতর প্রচলিত রূপ।
Processing time: 0.39 s