নিশ্চিত definitions

Bangla-Tangla Dictionary
নিশ্চিত – certain, certainly
Samsad Bengali-English Dictionary
নিশ্চিত [ niścita ] a free from doubts, convinced, ensured (নিশ্চিত হওয়া); certain, sure unfailing (নিশ্চিত ঘটনা, নিশ্চিত পদক্ষেপ). ☐ adv. certainly, surely, without doubt, for certain, positively (সে নিশ্চিত আসবে). নিশ্চিত করা v. to make sure, to ensure, to settle. নিশ্চিত জানা v. to know for certain. ~রূপে adv. certainly, definitely.
Samsad Bangla Abhidhan
নিশ্চয় [ niścaẏa ] বি. সন্দেহাতীত জ্ঞান, স্থির ধারণা, নির্ধারণ, সিদ্ধান্ত (কৃতনিশ্চয়, নিশ্চয় করেছি, দৃঢ়নিশ্চয়)। ☐ বিণ. (বাং.) 1 নিঃসংশয় (এ বিষয়ে আমি নিশ্চয় হতে পারিনি); 2 স্থির (নিশ্চয় শাস্ত্রবাক্য)। ☐ ক্রি-বিণ. (বাং.) নিঃসন্দেহে, অবশ্য (আমি নিশ্চয় জানি)। [সং. নির্ + √ চি + অ]। ~তা বি. নিশ্চিতি; স্থিরতা; নিঃসংশয়তা। নিশ্চায়ক বিণ. নিশ্চয়কারী; নির্ণেতা, নির্ধারক। নিশ্চিত বিণ. নিঃসংশয়, নিঃসন্দেহ (নিশ্চিত হয়ে বলা)। ☐ ক্রি-বিণ. অবশ্য, নিশ্চয় (সে নিশ্চিত আসবে)। নিশ্চিতি বি. নিশ্চয়তা; নিঃসংশয়তা; স্থিরতা (তার আসার কোনো নিশ্চিতি নেই)।

Processing time: 0.4 s