Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
নির্মাতাদের definitions
Bangla-Tangla Dictionary
plural objective/genitive of নির্মাতা:নির্মাতা – maker
Samsad Bengali-English Dictionary
plural objective/genitive of নির্মাতা:নির্মাতা [ nirmātā ] a making; forming; constructing; building; manufacturing; creating; composing; organizing; setting up, establishing. ☐ n. a maker; a constructor, a builder, an architect; a manufacturer; a creator; a composer; an organizer; a founder.
Samsad Bangla Abhidhan
plural objective/genitive of নির্মাতা:নির্মাণ [ nirmāṇa ] বি. 1 গঠন, রচনা, প্রস্তুত করা; 2 (বিরল) প্রতিষ্ঠা করা। [সং. নির্ + √ মা + অন]। ~কৌশল, ~পদ্ধতি বি. রচনারীতি, তৈরি করার বা গঠন করার রীতি বা নিয়ম। নির্মাতা (-র্তৃ) বিণ. নির্মাণকারী। নির্মিত বিণ. নির্মাণ করা হয়েছে এমন। নির্মিতি বি. নির্মাণকার্য। নির্মিৎসা বি. নির্মাণের ইচ্ছা, নির্মাণেচ্ছা। নির্মীয়-মাণ বিণ. নির্মাণ করা হচ্ছে এমন, নির্মিত হচ্ছে এমন (নির্মীয়মাণ প্রতিমা)।plural objective/genitive of নির্মাতা:নির্মাতা [ nirmātā ] দ্র নির্মাণ।