নির্মাণ definitions

Bangla-Tangla Dictionary
নির্মাণ – construction (+ করা = to build)
Samsad Bengali-English Dictionary
নির্মাণ [ nirmāṇa ] n act of making; formation; construction, act of building; manufacture; creating, creation; composition (গ্রন্থনির্মাণ); organization (দলনির্মাণ); act of setting up, foundation, establishment (রাজ্যনির্মাণ, বিদ্যালয় নির্মাণ). নির্মাণ করা v. to make; to form; to construct; to build, to manufacture; to create; to compose; to organize; to set up, to found, to establish.
Samsad Bangla Abhidhan
নিরমা, নিরমান [ niramā, niramāna ] যথাক্রমে নির্মানির্মাণ -এর কোমল রূপ। নির্মাণ [ nirmāṇa ] বি. 1 গঠন, রচনা, প্রস্তুত করা; 2 (বিরল) প্রতিষ্ঠা করা। [সং. নির্ + √ মা + অন]। ~কৌশল, ~পদ্ধতি বি. রচনারীতি, তৈরি করার বা গঠন করার রীতি বা নিয়ম। নির্মাতা (-র্তৃ) বিণ. নির্মাণকারী। নির্মিত বিণ. নির্মাণ করা হয়েছে এমন। নির্মিতি বি. নির্মাণকার্য। নির্মিৎসা বি. নির্মাণের ইচ্ছা, নির্মাণেচ্ছা। নির্মীয়-মাণ বিণ. নির্মাণ করা হচ্ছে এমন, নির্মিত হচ্ছে এমন (নির্মীয়মাণ প্রতিমা)। নির্মাতা [ nirmātā ] দ্র নির্মাণ নির্মিত, নির্মিতি, নির্মীয়মাণ [ nirmita, nirmiti, nirmīẏamāṇa ] দ্র নির্মাণ

Processing time: 0.44 s