Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
নিজ definitions
Bangla-Tangla Dictionary
নিজ – one's own
Samsad Bengali-English Dictionary
নিজ [ nija ] a own (নিজ গৃহ). নিজ নিজ respective. নিজ গুণেadv. by virtue of one's own qualities or virtues. নিজ দোষেadv. by one's own fault. নিজ মূর্তি ধারন করাv. to assume one's real form or self.
Samsad Bangla Abhidhan
নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। ☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ~কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। > ~ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য > (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ~মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ~স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।নিজে [ nijē ] দ্র নিজ।