Bangla-Tangla Dictionary
নাড়ি – intestines
1st person present simple tense of নাড়া:
নাড়া – to shake or nod (eg, one's head), to stir, used as if causative
1st person present imperative tense of নাড়া:
নাড়া
– to shake or nod (eg, one's head), to stir, used as if causative
Samsad Bengali-English Dictionary
নাড়ি, নাড়ী [ nāṛi, nāṛī ] n an artery or vein; the pulse (নাড়ি টেপা); the placenta (নাড়ি কাটা); the intestines (নাড়ি জ্বলা); (loos.) the uterus (নাড়ির দোষ). নাড়ি কাটা v. to cut the umbilical cord or detach the placenta. নাড়ির গতি regular or rhythmical beat of arteries as felt at the wrist. ~ঘাত n. pulse-beat. (প্রতি মিনিটে) নড়িঘাতের হার pulse-rate. নাড়ি ছেঁড়া same as নাড়ি জ্বলা । নাড়িছেঁড়া ধন a child (of a mother). নাড়ি জ্বলা v. (fig.) to have agonizing pain in the stomach (খিদেয় নাড়ি জ্বলা = to be famished with hunger). নাড়ি টেপা v. (usu. sarcas.) to feel one's pulse. ~টেপা ডাক্তার a quack, a charlatan. নাড়ি দেখা v. to feel one's pulse. নাড়ি মরা v. to lose power to eat sufficiently (usu. due to continuous underfeeding); to lose appetite or power of digesting. ~মরা a. having a poor or weak digestion; able to consume only a meagre fare; feeble, weak. ~জ্ঞান n. ability for or knowledge of feeling one's (esp. a patient's) pulse (in order to determine one's state of health); (fig.) ability to determine the state of a thing. ~নক্ষত্র n. (ori. & obs.) the star in the ascendant at one's nativity; (pop.) all information about one since one's birth; all or detailed information about anything; ins and outs. ~ব্রণ n. see নালীব্রণ (নালী) । ~ভুঁড়ি n. intestines; entrails.
1st person present simple tense of নাড়া:
নাড়া2 [ nāṛā2 ] v to move; to put in motion; to oscillate; to shake; to give a jerk, to push (নেড়ো না-লেখা বেঁকে যাবে); to wave (হাত নাড়া); to wag (লেজ নাড়া); to stir (চামচ দিয়ে নাড়া); to ring or sound by moving with the hand (ঘন্টা নাড়া); to remove or shift (এ রোগীকে নাড়বে কী করে ?); to handle (টাকা-পয়সা নাড়া); to displace or mess up (কাগজপত্র নাড়া); to study (শাস্ত্র নাড়া); to inquire of or test esp. cautiously or artfully, to sound (লোকটাকে নেড়ে দেখো); to loosen (গোড়ার মাটি নেড়ে দাও).
1st person present imperative tense of নাড়া:
নাড়া2 [ nāṛā2 ] v to move; to put in motion; to oscillate; to shake; to give a jerk, to push (নেড়ো না-লেখা বেঁকে যাবে); to wave (হাত নাড়া); to wag (লেজ নাড়া); to stir (চামচ দিয়ে নাড়া); to ring or sound by moving with the hand (ঘন্টা নাড়া); to remove or shift (এ রোগীকে নাড়বে কী করে ?); to handle (টাকা-পয়সা নাড়া); to displace or mess up (কাগজপত্র নাড়া); to study (শাস্ত্র নাড়া); to inquire of or test esp. cautiously or artfully, to sound (লোকটাকে নেড়ে দেখো); to loosen (গোড়ার মাটি নেড়ে দাও).
Samsad Bangla Abhidhan
নাড়ি, নাড়ী [ nāṛi, nāṛī ] বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্থাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্থ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ~চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্থান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্থির হওয়া। ~জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্থা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্থা বিচার করা। ~নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ~ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান।
1st person present simple tense of নাড়া:
নাড়া1 [ nāṛā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্থানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ~চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্থানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ~নাড়ি বি. ক্রমাগত স্থান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্থানচ্যুত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
1st person present imperative tense of নাড়া:
নাড়া1 [ nāṛā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্থানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ~চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্থানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ~নাড়ি বি. ক্রমাগত স্থান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্থানচ্যুত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।