নামানো definitions

Bangla-Tangla Dictionary
নামানো – to cause to get off, to cause to descend
Samsad Bengali-English Dictionary
নামানো [ nāmānō ] v to cause to get down, to bring down; to cause to set in (বৃষ্টি নামানো); to bring or lay down upon the ground (মাথার বস্তা নামানো); to unload (গাড়ি থেকে মাল নামানো); to cause to appear in (আসরে নামানো); to cause to come out in (পথে নামানো); to cause to flow out or stream or ooze (চোখের জল নামানো); to degrade or demote; to deprave; to cause to go down or fall, to decrease, to abate; to cause to quote a lower price or easier terms; to cause to have loose motions or diarrhoea; to purge or evacuate strongly (এ ওষুধে পেট নামাবে); to have loose motions or diarrhoea (রোগীর পেট নামাচ্ছে).
Samsad Bangla Abhidhan
নামা3 [ nāmā3 ] ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ~নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নামানো [ nāmānō ] দ্র নামা

Processing time: 0.4 s