নাড়া definitions

Bangla-Tangla Dictionary
নাড়া – to shake or nod (eg, one's head), to stir, used as if causative

2nd person intimate present imperative tense of নাড়ানো:
নাড়ানো – to cause to shake, to cause to stir

Samsad Bengali-English Dictionary
নাড়া1 [ nāṛā1 ] n a stubble. নাড়া2 [ nāṛā2 ] v to move; to put in motion; to oscillate; to shake; to give a jerk, to push (নেড়ো না-লেখা বেঁকে যাবে); to wave (হাত নাড়া); to wag (লেজ নাড়া); to stir (চামচ দিয়ে নাড়া); to ring or sound by moving with the hand (ঘন্টা নাড়া); to remove or shift (এ রোগীকে নাড়বে কী করে ?); to handle (টাকা-পয়সা নাড়া); to displace or mess up (কাগজপত্র নাড়া); to study (শাস্ত্র নাড়া); to inquire of or test esp. cautiously or artfully, to sound (লোকটাকে নেড়ে দেখো); to loosen (গোড়ার মাটি নেড়ে দাও). 2nd person intimate present imperative tense of নাড়ানো: নাড়ানো [ nāṛānō ] v to move; to put in action; to cause to oscillate; to shake; to give a jerk, to push; to wave; to wag; to re move or shift.
Samsad Bangla Abhidhan
নাড়া1 [ nāṛā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্থানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ~চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্থানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ~নাড়ি বি. ক্রমাগত স্থান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্থানচ্যুত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নাড়া2 [ nāṛā2 ] বি. ধান কাটার পর ধানগাছের যে অপ্রয়োজনীয় অংশ জমির মধ্যে থেকে যায়, ধানের গোড়া; খড়-বিচালি। [বাং. তু. সং. নাল]। ~বুনে বিণ. বি. 1 নাড়া অর্থাৎ খড়ের বনের লোক; চাষা; 2 (আল.) মূর্খ, অজ্ঞ, অরসিক। ~মাঠ বি. যে মাঠে ধান কেটে নেবার পর কেবল নাড়া প়ড়ে আছে ('পোড়ো-জমি-খড় নাড়া মাঠের ফাটল': জী. দা)। যত ছিল নাড়াবুনে হল সব কেত্তুনে যত সব অরসিক তারাই কর্তৃত্ব বা প্রাধান্য পেয়েছে। 2nd person intimate present imperative tense of নাড়ানো: নাড়া1 [ nāṛā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্থানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ~চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্থানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ~নাড়ি বি. ক্রমাগত স্থান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্থানচ্যুত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 1.25 s