নাগ definitions

Bangla-Tangla Dictionary
নাগ – Nag [surname]
Samsad Bengali-English Dictionary
নাগ [ nāga ] n the snake, the serpent; the elephant (দিঙ্নাগ). অষ্টনাগ n. (myth.) the eight chief snakes collectively. ~কেশর n. a kind of flower or its plant. ~দন্ত n. a tusk of an elephant; ivory. ~পঞ্চমী n. the fifth lunar day of the dark fortnight of the month of Shravan (শ্রাবণ) when Goddess Manasa (মনসা) is worshipped. ~পাশ n. an ancient missile said to be capable of producing snakes that bound the victim (as with a noose). ~ফণী n. cactus. ~মাতা n. (myth.) Kadru (কদ্রু) the first mother of snakes. ~রাজ n. the king of snakes; Vasuki (বাসুকী) or Ananta (অনন্ত). ~লোক n. the region inhabited by the snakes; Hades or the nether world. নাগিনী, নাগী [ nāginī, nāgī ] fem forms of নাগ ।
Samsad Bangla Abhidhan
নাগ [ nāga ] বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। ~কেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। ~গর্ভ বি. সিঁদূর। ~দন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। ~পঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। ~পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। ~পুষ্প বি. নাগকেশর ফুল। ~ফণী বি. ফণীমনসার গাছ, cactus. ~মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। ~রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত। ~লোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ। নাগপঞ্চমী, নাগপাশ [ nāgapañcamī, nāgapāśa ] দ্র নাগ নাগেশ্বর [ nāgēśbara ] দ্র নাগ

Processing time: 0.39 s