নরম definitions

Bangla-Tangla Dictionary
নরম – soft
Samsad Bengali-English Dictionary
নরম [ narama ] a soft (নরম শরীর); malleable, plastic, easily cut; sleek নরম চুল ; low নরম সুর ; bland নরম স্বর ; mild, gentle নরম মেজাজ ; tender or delicate (নরম মন); softened or appeased or moved with pity (মন নরম হওয়া); slack, loose (নরম বাঁধন); slackened, loosened (বাঁধন নরম হওয়া); not hardened (নরম পাকের সন্দেশ); deprived of crispness (বিস্কুটগুলো নরম হয়ে গেছে); weak (নরম লোক); abated (জ্বর নরম হওয়া); pleasant, cool (নরম আলো); that which has undergone slump or general drop in prices (নরম বাজার); almost rotten (ফলগুলো নরম হয়ে গেছে). নরম হওয়া v. to soften; to be appeased; to slacken or loosen; to abate; to slump; to come down. নরম মাটি soft clay; loamy soil; (fig.) one who is easily pliable; a weak person. নরম-গরম a. partly angry or rude and partly tender or soft; rather harsh; blandly harsh. ☐ n. harsh words spoken in a bland voice (নরম-গরম শোনানো).
Samsad Bangla Abhidhan
নরম [ narama ] বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষৎ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ~গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। ☐ বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)।

Processing time: 0.58 s