Off by 2 letters:
বাঙালী definitions

Bangla-Tangla Dictionary
বাঙালী – Bengali
Off by 3 letters:
বাঙাল definitions

Bangla-Tangla Dictionary
বাঙাল – person descendent from Bangladesh
Samsad Bengali-English Dictionary
বাঙাল [ bāṅāla ] n a native of East Bengal; (iron.) an unrefined rustic. ☐ a. of East Ben gal (বাঙাল প্রথা); born in East Bengal. fem. n. বাঙালিনি, বাঙালনি ।
Off by 4 letters:
নালী definitions

Samsad Bengali-English Dictionary
নালি, নালী [ nāli, nālī ] n a small duct or drain; a small and thin tube; a vein; a fissure; নালি ঘা, নালি ব্রণ n. sinus.
বাঙালি definitions

Bangla-Tangla Dictionary
বাঙালি – Bengali
Samsad Bengali-English Dictionary
বাঙালি [ bāṅāli ] n a native of Bengal, a Bengali. ☐ a. of Bengalis or of Bengal.
Samsad Bangla Abhidhan
বাঙালি [ bāṅāli ] বি. বঙ্গদেশের বাংলাভাষী অধিভাষী। ☐ বিণ. বঙ্গ দেশীয় (বাঙালি প্রথা)। [বাং. বাঙ্গালা + ই > বাঙালি]। স্ত্রী. বাঙালিনি
বাঙালে definitions

Samsad Bengali-English Dictionary
বাঙালে [ bāṅālē ] a (usu. dero.) like a Bengali of the East, like or about an East Bengali.
Samsad Bangla Abhidhan
বাঙাল (বিদ্রুপে) [ bāṅāla (bidrupē) ] 1 পূর্ববঙ্গবাসী; 2 (বিরল) গ্রাম্য লোক। ☐ বিণ. পূর্ববঙ্গীয়। [সং. বঙ্গ + বাং. আল]। স্ত্রী. বাঙালিনি, বাঙালনিবাঙালে বিণ. বাঙালসুলভ বা বাঙালসম্বন্ধীয় (বাঙালে গোঁ)।
Off by 5 letters:
অবাঙালি definitions

Samsad Bengali-English Dictionary
অবাঙালি [ abāṅāli ] n. & a a non-Bengali; contrary to customs or characteristics or practices of the Bengali.
Samsad Bangla Abhidhan
অবাঙালি [ abāṅāli ] বি. বাঙালি ভিন্ন অন্য ভারতীয় (এখানে বহু অবাঙালি বাস করে)। ☐ বিণ. বাঙালিসুলভ নয় এমন, বাঙালির প্রকৃতিবিরুদ্ধ (তার চালচলনে অবাঙালি ভাব সুস্পষ্ট)। [বাং. অ + বাঙালি]।
আন্নাকালী definitions

Samsad Bangla Abhidhan
আন্নাকালী [ ānnākālī ] দ্র কালী কালী [ kālī ] বি. 1 কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 2 (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; 3 লেখার বা ছাপার কালি, মসি; 4 কালিয় নাগ। [সং. কাল3 + ঈ]। ~তলা বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্থান। আন্না-কালী বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]।
কাঙাল definitions

Samsad Bengali-English Dictionary
কাঙাল [ kāṅāla ] a poor, indigent; destitute; humbly praying for; meanly hankering after, piteously eager to have (যশের কাঙাল, সন্তানের কাঙাল); wistful (কাঙাল নয়ন); suffering, miserable; earning one's livelihood by begging. ☐ n. an indigent man; a humble petitioner; a suffering or miserable man; a begger. fem. কাঙালিনি । ~পনা n. (usu. dero.) beg gary; supplication. কাঙালি same as কাঙাল । কাঙালি বিদায় n. distribution of alms to the poor or beggars. কাঙালি বিদায় করা v. to distribute alms to the poor or beggars. কাঙালি ভোজন n. feeding of the poor or beggars.
Samsad Bangla Abhidhan
কাঙাল, কাঙালি [ kāṅāla, kāṅāli ] 1 বিণ. দরিদ্র, নিঃস্ব; 2 দীন; 3 অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); 4 দুঃখী। ☐ বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনিকাঙালের কথা বাসি হলে খাটে (প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। ~খানা বি. অনাথ আশ্রম। ~পনা বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায় বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।
জাঙাল definitions

Samsad Bengali-English Dictionary
জাঙ্গাল, জাঙাল [ jāṅgāla, jāṅāla ] n a dam, a weir; an embankment, a dyke; a bridge; a ridge; an elevated road; a highway; fallow land; verdigris; unending line (পিঁপড়ের জাঙাল).
Samsad Bangla Abhidhan
জাঙ্গাল, জাঙাল [ jāṅgāla, jāṅāla ] বি. 1 বাঁধ, dam. 2 সেতু; 3 জমির আল বা আলি; 4 পথ; 5 পতিত জমি। [সং. জঙ্গাল]।
টাঙাল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of টাঙানো: টাঙানো – to hang something up
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of টাঙানো: টাঙানো [ ṭāṅānō ] v to hang up; to rig up (পাল টাঙানো, মশারি টাঙ্গানো). ☐ a. hanging.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of টাঙানো: টাঙা2 [ ṭāṅā2 ] ক্রি. টাঙানো, ঝুলানো। [সং. √ টঙ্ক + বাং. আ]। ~নো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)। ☐ বিণ. উক্ত অর্থে।
ননী definitions

Samsad Bengali-English Dictionary
ননি, ননী [ nani, nanī ] n cream (of milk). ননির পুতুল (lit.) a puppet made of cream; (fig. & usu. sarcas.) one who is physically too delicate to stand any toil. ~চোর, ~চোরা n. one who steals (and eats) cream; an appellation of (infant) Krishna (কৃষ্ণ).
Samsad Bangla Abhidhan
ননি, ননী [ nani, nanī ] বি. দুধ থেকে তৈরি স্নেহপদার্থ, মাখন। [সং. নবনীত]। ~চোরা বি. (বাল্যকালে ননি চুরি করে খেতেন বলে) শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাল্যনামবিশেষ। ননির পুতুল ননি দিয়ে গড়া পুতুল যেমন সামান্য তাপ গলে যায় তেমনই কোমলাঙ্গ, আদুরে দুলাল।
নবল definitions

Samsad Bangla Abhidhan
নব2 [ naba2 ] (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ~গুণ দ্র নবলক্ষণ। ~গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ~দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ~দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্থ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ~ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ~পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ~রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচি রাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ~রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভৎস অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ~রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ~ বিণ. নবীন, নতুন। ~লক্ষণ, ~গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ~শায়ক, (কথ্য) ~শাক, (কথ্য) ~শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা।
নাকাল definitions

Samsad Bengali-English Dictionary
নাকাল [ nākāla ] a embarrassed, put out of countenance; put to shame; harassed; fatigued. ☐ n. embarrassment; harassment; fatigue; discomfiture; humiliation; ad equate or sound punishment. নাকাল করা v. to embarrass, to put out of countenance; to harass; to fatigue; to put to shame; to discomfit; to punish adequately or soundly. নাকাল হওয়া v. to be embarrassed or discomfited, to be put out of countenance; to be humiliated.
Samsad Bangla Abhidhan
নাকাল [ nākāla ] বিণ. 1 জব্দ (তার পাল্লায় পড়ে খুব নাকাল হয়েছি); 2 হয়রান, শ্রান্ত (ঘুরে ঘুরে নাকাল হওয়া)। ☐ বি. নিগ্রহ, নাকানি-চোবানি; বিলক্ষণ শাস্তি। [আ. নকাল্]।
নাগাল definitions

Bangla-Tangla Dictionary
নাগাল – reach
Samsad Bengali-English Dictionary
নাগাল [ nāgāla ] n proximity or range (চোখের নাগাল ; approach or access (নাগালে যাওয়া); reach (নাগাল পাওয়া); comprehension (মনের নাগাল). নাগাল পাওয়া v. to reach; to overtake; to catch up with; to comprehend, to have an access to (মনের নাগাল পাওয়া). নাগালে থাকা v. to be within the range or reach or access or approach of.
Samsad Bangla Abhidhan
নাগাল [ nāgāla ] বি. 1 নৈকট্য, সন্নিধান (তার নাগাল পাওয়া ভার); 2 ধরাছোঁয়া, পৌঁছ (গাছের ডালটা তার নাগালের মধ্যে, ডাকাতেরা দ্রুত নাগালের বাইরে চলে গেল)। [বাং. লাগ + আল]।
নাঙ definitions

Samsad Bangla Abhidhan
নাঙ, নাঙ্গ [ nāṅa, nāṅga ] বি. উপপতি। [সং. নগ্ন > নঙ্গ]।
নাবাল definitions

Samsad Bangla Abhidhan
নাবাল, (আঞ্চ) নাবো, (আঞ্চ) নামো [ nābāla, (āñca) nābō, (āñca) nāmō ] বিণ. 1 নিচু, নিম্ন (নাবাল জমি); 2 ঢালু (নাবাল পথ)। [বাং. নামা (নাবা) + ল, ও]। নাবো [ nābō ] দ্র নাবাল নামো [ nāmō ] দ্র নাবাল
নামাল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of নামানো: নামানো – to cause to get off, to cause to descend
Samsad Bengali-English Dictionary
নামাল [ nāmāla ] a (of land) low-lying, low, depressed. 3rd person ordinary past simple tense of নামানো: নামানো [ nāmānō ] v to cause to get down, to bring down; to cause to set in (বৃষ্টি নামানো); to bring or lay down upon the ground (মাথার বস্তা নামানো); to unload (গাড়ি থেকে মাল নামানো); to cause to appear in (আসরে নামানো); to cause to come out in (পথে নামানো); to cause to flow out or stream or ooze (চোখের জল নামানো); to degrade or demote; to deprave; to cause to go down or fall, to decrease, to abate; to cause to quote a lower price or easier terms; to cause to have loose motions or diarrhoea; to purge or evacuate strongly (এ ওষুধে পেট নামাবে); to have loose motions or diarrhoea (রোগীর পেট নামাচ্ছে).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of নামানো: নামা3 [ nāmā3 ] ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ~নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
নাল definitions

Samsad Bengali-English Dictionary
নাল1 [ nāla1 ] n a horse-shoe. নাল পরানো, নাল বাঁধানো v. to shoe (a horse). নাল-পরা, নাল-বাঁধা, নাল-বাঁধানো a. shod. নালবন্দ, নালবন্ধ n. the smith who shoes horses, a farrier. নালবন্দি n. farriery. নাল2 [ nāla2 ] n saliva, slaver. নাল ঝরা, নাল পড়া v. to water (তার মুখ থেকে নাল ঝড়ছে = his mouth waters). নাল ঝরানো, নাল ফেলা v. to drivel, to slaver. নাল3 [ nāla3 ] n a vein; a tube; a hollow culm or stalk esp. of the lotus.
Samsad Bangla Abhidhan
নাল1 [ nāla1 ] বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। নাল2 [ nāla2 ] বি. ঘোড়া প্রভৃতি ভারবাহী পশুর খুরে লাগাবার লৌহফলকবিশেষ। [আ. নাল্]। নাল3 [ nāla3 ] বি. লালা, থুতু। [সং. লালা]।
নাড়াল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of নাড়ানো: নাড়ানো – to cause to shake, to cause to stir
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of নাড়ানো: নাড়ানো [ nāṛānō ] v to move; to put in action; to cause to oscillate; to shake; to give a jerk, to push; to wave; to wag; to re move or shift.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of নাড়ানো: নাড়া1 [ nāṛā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্থানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ~চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্থানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ~নাড়ি বি. ক্রমাগত স্থান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্থানচ্যুত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
বলী definitions

Samsad Bengali-English Dictionary
বলী2 [ balī2 ] a full of strength, powerful, strong; heroic, valorous.
Samsad Bangla Abhidhan
বলী2 [ balī2 ] (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ~ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ।

Processing time: 0.63 s