নতমস্তক definitions

Bangla-Tangla Dictionary
নতমস্তক [adjective] with head bowed in respect or shame [derivation: নত + মস্তক]
Samsad Bengali-English Dictionary
নত [ nata ] a stooping, bent; bowed down, genuflected; directed downwards (নত দৃষ্টি); low, depressed (নত স্থান); lowered (উঁচু মাথা নত হওয়া); inclined; humble, meek (নতকন্ঠে); yielding, sub missive (বিজয়ীর কাছে নত). নত করা v. to stoop, to bend; to bow; to cause to genuflect; to direct downwards; to lower; to incline; to humble, to cause to yield or submit. নত হওয়া v. to stoop, to bend; to bow down, to genuflect; to be directed downwards; to incline; to become humble; to yield or submit (to). ~জানু a. knelt down, genuflected. ~তল n. (geom.) the plane of inclination. ~নাস, ~নাসিক a. flat-nosed, snub nosed, snub-nose. ~মস্তক, ~শির a. having one's head bowed esp. in obeisance; stooping forward; having the head hanging down; (fig.) downcast or submissive or defeated or discomfited. ~মুখ a. having one's face turned down wards, looking down; (fig.) abashed. fem. ~মুখী ।
Samsad Bangla Abhidhan
নত [ nata ] বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাৎ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ~জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ~দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ~নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ~মস্তক, ~শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ~মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ~মুখীনতি বি. 1 নত অবস্থা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)।

Processing time: 0.38 s