নগদ definitions

Bangla-Tangla Dictionary
নগদ – cash
Samsad Bengali-English Dictionary
নগদ [ nagada ] n cash money or cash price, cash (নগদ দিয়ে কেনা, নগদ কত আছে ?). ☐ a. cash (নগদ টাকা বা দাম); (fig.) prompt, immediate, ready (নগদ জবাব). নগদ কারবার a cash transaction. নগদ বিক্রয় cash sale. নগদ বিদায় ready payment in cash of wages, charges, fees etc. on execution of the job undertaken; (loos.) ready payment in cash; (fig.) prompt or ready dismissal. নগদা a. cash (নগদা দাম); ready (নগদা কারবার); working for ready payment in cash (নগদা মজুর). নগদানগদি a. & adv. strictly on cash. নগদি n. an armed footman of a landowner etc. collecting rents, issuing summons etc., (cp.) a bailiff.
Samsad Bangla Abhidhan
নগদ [ nagada ] বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাৎ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। ☐ বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ☐ ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। নগদা, নগদানগদি, নগদি [ nagadā, nagadānagadi, nagadi ] দ্র নগদ

Processing time: 0.4 s