ধ্বংস definitions

Bangla-Tangla Dictionary
ধ্বংস – destruction
Samsad Bengali-English Dictionary
ধ্বংস [ dhbaṃsa ] n destruction; annihilation; wreck, wreckage; ruin; death; act of killing, slaughter (শত্রুধ্বংস); loss; obliteration, effacement (শরীর ধ্বংস); waste or squandering (অর্থধ্বংস); undeserving consumption (অন্নধ্বংস); demolition, devastation (গৃহধ্বংস, রাজ্যধ্বংস, নগরধ্বংস); depravation or corruption (চরিত্র ধ্বংস, ধ্বংসের পথ). স্মৃতি ধ্বংস n. loss of memory; amnesia. ধ্বংস করা v. to destory; to annihilate; to ruin; to kill, to slay; to obliterate or efface; to impair; to waste, to squander; to consume undeservingly; to demolish or devastate; to deprave, to corrupt. ধ্বংস হওয়া v. to be destroyed or annihilated, to perish; to be ruined; to die; to be killed or slaughtered; to be lost; to be obliterated or effaced; to be impaired; to be wasted or squandered; to be consumed undeservingly; to be demolished or devastated; to be depraved or corrupted. ধ্বংসক a. one who or that which destroys or annihilates or ruins or kills or slays or obliterates or effaces or impairs or wastes or squanders or consumes undeservingly or demolishes or devastates or depraves or corrupts. ধ্বংসন same as ধ্বংস । ~নীয় a. destructible; perishable. ~প্রাপ্ত a. destroyed; annihilated; wrecked, ruined; dead, gone to one's death; killed, slaughtered; obliterated, effaced; lost; impaired; wasted, squandered; demolished, fallen, devastated; depraved, corrupted. ~মুখ n. jaws or verge of destruction or annihilation or wreck or ruin or death or impairment or fall or demolition or devastation or demoralization or corruption. ~লীলা n. the sport of destruction or annihilation or wreckage or ruining or killing or demolition or devastation. ~স্তূপ n. a pile of ruins, wreckage, debris.
Samsad Bangla Abhidhan
ধ্বংস [ dhbaṃsa ] বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ~ বিণ. ধ্বংসকারী। ~, ~সাধন বি. ধ্বংস করা। ~নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ~প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ~মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ~লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উৎসাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। ☐ বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান।

Processing time: 0.46 s