ধোঁয়াটে definitions

Bangla-Tangla Dictionary
ধোঁয়াটে – smoky, unclear, vague
Samsad Bengali-English Dictionary
ধোঁয়া [ dhōm̐ẏā ] n smoke; fume; vapour, steam; gas; (loos.) mist, fog; (fig.) anything intangible or obscure. ধোঁয়া ওড়ানো v. (facet. or dero.) to smoke tobacco. ধোঁয়া ছাড়া v. to emit smoke; to puff tobacco smoke. বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া v. to (try to) awaken one's dormant intelligence or devise plans by means of smoking tobacco. ধোঁয়াটে a. smoke-like; smoky; vapoury; (loos.) misty, foggy; (fig.) in tangible; unintelligible; woolly, con fused; obscure.
Samsad Bangla Abhidhan
ধোঁয়া [ dhōm̐ẏā ] বি. আগুন থেকে উৎপন্ন মেঘের মতো ও হালকা গ্যাসীয় পদার্থ, ধূম (ধোঁয়ায় ঘর ভরে গেছে)। [সং. ধূম]। ~টে বিণ. ধোঁয়ার মতো আবছা বা অস্পষ্ট। ~শা বি. ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, কিছুটা ধোঁয়া এবং কিছুটা কুয়াশা রয়েছে এমন অবস্থা, smog. বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ক্রি. বি. ধূমপান করে বুদ্ধিকে সজাগ করা বা চিন্তাশক্তিকে প্রগাঢ় করা।

Processing time: 0.39 s