Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ধূপ definitions
Bangla-Tangla Dictionary
ধূপ – incense (+ কাঠি = incense stick)
Samsad Bengali-English Dictionary
ধূপ [ dhūpa ] n resin, incense. ~কাঠিn. incense burner, incense stick. ধূপচি alt. spell of ধুপচি । ~ধুনোn. incense; incensing. ধূপনn. act of perfuming or fumigating with incense, incensing.
Samsad Bangla Abhidhan
ধূপ [ dhūpa ] বি. সুগন্ধ ধোঁয়া উৎপাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি ('ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ~কাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ~চি-ধুপচি -র বানানভেদ। ~ন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র ('তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ': রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।