ধারণ definitions

Bangla-Tangla Dictionary
ধারণ – bearing
Samsad Bengali-English Dictionary
ধারণ [ dhāraṇa ] n act of holding or catching; act of assuming (মূর্তিধারণ, নামাধারণ); act of putting on or wearing (বেশধারণ); act of bearing (শিরে পৃথিবী ধারণ); act of carrying, carriage (গর্ভে ধারণ); act of carrying in the womb (সন্তানধারণ); act of placing (মাথায় প্রসাদ ধারণ); act of retaining in mind, remembrance (উপদেশধারণ); acceptance; retention or restraint (মলমূত্রের বেগ ধারণ). ধারণ করা v. to hold, to catch; to assume; to wear, to put on; to bear; to carry; to carry in the womb; to place or put; to retain in the mind, to remember; to accept; to retain or restrain. ~কারী same as ধারয়িতা ।
Samsad Bangla Abhidhan
ধারণ [ dhāraṇa ] বি. 1 হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); 2 মনে রাখা (উপদেশ ধারণ); 3 স্থাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); 4 অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); 5 পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); 6 গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); 7 বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।

Processing time: 0.4 s