ধানে definitions

Bangla-Tangla Dictionary
locative of ধান: ধান – paddy
Samsad Bengali-English Dictionary
locative of ধান: ধান [ dhāna ] n paddy, rice (আমন ধান); measure of weight (= nearly 1 grain). আউস ধান autumn rice. আমন ধান winter rice. বীজ ধান n. paddy-seed. ধান কাটা v. to reap or harvest paddy-crop. ধান কাঁড়া same as ধান ভানা । ধান কাড়ানো v. to plough a paddy-field in order to remove weeds. ধান ঝাড়া v. to thresh paddy. ধান দিয়ে লেখাপড়া শেখা (fig.) to spend little for one's education; (fig.) to receive indifferent or scant education. ধান নেড়ে দেওয়া v. to re-sow or transplant paddy shoots in well-arranged lines; to stir paddy when it is husked by a husking pedal. ধান বোনা v. to sow paddy-seeds. ধানভাঙা, ধানভানা v. to husk paddy. ধানভাঙা কল a husking machine. ধান ভানতে শিবের গীত (fig.) an irrelevant talk or digression (often a ludicrous one). ধান মাড়ানো v. to thresh or separate paddy (from straw by making cows walk upon it). ধান রোয়া v. to transplant paddy-shoots. কত ধানে কত চাল (fig.) actual state or correct information, knowledge of what comes out of what; (fig.) consequence. পাকা ধানে মই দেওয়া (fig.) to do (one) irreparable harm; (fig.) to blast one's hopes when they are about to be realized. ~খেত same as ধানজমি । ~গাছ n. a paddy-plant. ধানগাছের তক্তা (fig.) a plank of grass, an impossible thing. ~চারা n. a paddy-shoot. ~জমি n. a paddy-field, a paddy-land. ~দুর্বা n. paddy-grains and grass (used as auspicious articles in blessing).
Samsad Bangla Abhidhan
locative of ধান: ধান [ dhāna ] বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ~ক্ষেত, ~খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ~দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যৎসামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্থা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)।

Processing time: 1.2 s