ধাওয়া definitions

Bangla-Tangla Dictionary
ধাওয়া – to chase (+ করা = to chase)
Samsad Bengali-English Dictionary
ধাওয়া [ dhāōẏā ] v to run; to run after, to chase hotly. ধাওয়া করা same as ধাওয়া । ধাওয়ানো v. to cause to run or chase; to chase away; to give a hot chase.
Samsad Bangla Abhidhan
ধাওয়া [ dhāōẏā ] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ~নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে।

Processing time: 0.45 s