ধাঁই definitions

Bangla-Tangla Dictionary
ধাঁই – (+ করে =expressing a sudden blow)
Samsad Bengali-English Dictionary
emphatic of ধাঁ: ধাঁ [ dhā ] int expressing: suddenness ধাঁ করে জ্বলে ওঠা or quickness (ধাঁ করে কাজ শেষ করা) or noisy abruptness (ধাঁ করে ঝাপ ফেলা). ধাঁ করে adv. suddenly; quickly; abruptly with a noise; straightway.
Samsad Bangla Abhidhan
ধাঁ [ dhā ] অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ~ বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)। emphatic of ধাঁ: ধাঁ [ dhā ] অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ~ বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)।

Processing time: 0.42 s