ধর্ষণ definitions

Bangla-Tangla Dictionary
ধর্ষণ – rape
Samsad Bengali-English Dictionary
ধর্ষ, ধর্ষণ [ dharṣa, dharṣaṇa ] n oppression; act of forcing; ravishment, outrage; rape; subdual; act of defeating. ধর্ষণ করা v. to oppress; to force; to ravish, to outrage; to rape; to subdue; to defeat. ধর্ষক a. & n. one who or that which oppresses or forces or ravishes or outrages or subdues or defeats. ধর্ষীয় a. fit to be or capable of being oppressed or forced or ravished or outraged or subdued or defeated. fem. ধর্ষণীয়া ।
Samsad Bangla Abhidhan
ধর্ষ, ধর্ষণ [ dharṣa, dharṣaṇa ] বি. 1 পীড়ন, অত্যাচার; 2 (নারীকে) বলাৎকার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; 3 দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]। ধর্ষ-কাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism. ধর্ষ-কামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist. ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন। ধর্ষিত বিণ. ধর্ষণ বা পীড়ন করা হয়েছে এমন। ধর্ষিতা বিণ. (স্ত্রী.) বলপূর্বক সতীত্ব নষ্ট করা হয়েছে এমন।

Processing time: 1.24 s