ধর্ম definitions

Bangla-Tangla Dictionary
ধর্ম – religion
Samsad Bengali-English Dictionary
ধর্ম [ dharma ] n religion, faith, creed; piety, virtue (অহিংসা পরম ধর্ম); scriptural laws or directions (ধর্মসম্মত); a form of worship (তান্ত্রিক ধর্ম); theology (ধর্মগ্রন্থ); natural quality or behaviour or disposition, property or function (মানবধর্ম, কালধর্ম, আগুনের ধর্ম); virtuousness, righteousness, morality (ধর্মহীন আচরণ); law (ধর্মপত্নী); justice (ধর্মাধিকরণ); holiness, sacredness (ধর্মের সংসারে পাপ); Yama (যম) the god of piety and death; a popular god of Bengal (ধর্মঠাকুর); chastity (স্ত্রীলোকের ধর্মনাশ); (astrol.) the ninth house from the house of birth in the zodiac. ধর্মে সওয়া v. (of a sin, misdeed etc.) to be tolerated by God or the Divine Judge. ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে (fig.) truth cannot be kept concealed, truth must come out; the irrevocable rod of Nemesis is sure to strike in course of time. ধর্মের ষাঁড় (fig.) a wildly wayward man allowed to move scotfree. ধর্মের সংসার a family practising virtue, a pious family. ধর্ম-অর্থ-কাম-মোক্ষ n the four principal aims of human life; piety, wealth, love or fulfilment of desire, and salvation of the soul. ~কন্যা n. fem. one solemnly accepted as a daughter by a person other than one's parents; (loos.) a god-daughter. ধর্ম-কর্ম, ~কার্য n. religious practices (esp. as enjoined by scriptures). ~কাম a. desirous of attaining virtue through religious practices. ~কৃত্য, ~ক্রিয়া same as ধর্মকর্ম । ~ক্ষেত্র n. a holy or consecrated place, a place of pilgrimage. ~গত a. pious, virtuous; concerning or pertaining to religion, religious. ~গতপ্রাণ a. having one's life devoted to religion or piety; very religious-minded; profoundly or deeply pious. ~গ্রন্থ n. a holy book or text, a scripture; a religious book; a theological treatise. ~ঘট n. (ori.) a religious practice consisting in giving away pitchers filled with holy water; (pol. & pop.) cessation of work as a means of putting pressure on employers, a strike. ধর্মঘটকালীন ভাতা strike-pay. ধর্মঘটী n. (pol.) a striker. ~চক্র n. the four laws or directives of Buddha conducive to attaining final salvation. ~চর্চা n. religious discussion or practice. ~চর্যা n. observance of religious rules and rites, religious practice; practice of virtue. ~চারী a. observant of religious rules and rites, devoted to religious practices; virtuous, pious. ~চিন্তা n. religious meditation; spiritual meditation; theological meditation; theology. ~চ্যুত same as ধর্মভ্রষ্টা । ~জ a. legitimately born. ~জিজ্ঞাসা n. religious inquiry; spiritual inquiry. ~জিজ্ঞাসু a. seeking after or inquisitive about religious or spiritual truths. ~জীবন n. religious or spiritual life; pious or virtuous life; ecclesiastical life. ~জ্ঞ a. conversant with religious rules and duties; conversant with religion; pious, virtuous, religious. ~জ্ঞান n. religious knowledge; religious-mindedness; deep sense of piety. ~ঠাকুর n. a popular god of Ben gal named Dharma (ধর্ম). ~তা adv. in the eye of righteousness or piety; according to or conforming to righteousness, piously. ~তত্ত্ব n the mysteries of religion; theology; theosophy, a religious doctrine. ~তত্ত্ববিদ n. one conversant with the mysteries of religion; a theologian; one conversant with a religious doctrine. ~তত্ত্বীয় a. concerning the mysteries of religion, religious; theological; concerning a religious doctrine. ~ত্যাগ n. abandonment of one's religion, adoption of another religion, apostasy. ধর্মত্যাগ করা v. to abandon one's religion, to adopt another religion. ☐ n. an apostate, a renegade. ~দ্বেষী, ~দ্রোহী a. revolting against or hostile to religion; irreligious; impious; ungodly. fem. ধর্মদ্বেষিণী, ধর্মদ্রোহিণী । ~দ্রোহ, ~দ্রোহিতা n. revolt against or hostility towards religion; irreligion; impiety; ungodliness. ~ধ্বজী a. simulating piety or virtuousness; sanctimonious; hypocritical. ☐ n. one simulating piety or virtuousness, a religious imposter. ~নাশ n. ravishment of a woman's chastity, rape; profanation or defilement of one's religion or idol. ধর্মনাশ করা v. to ravish or outrage one's chastity, to rape; to profane or defile one's religion or idol. ~নিন্দা n. disparagement of religion; blasphemy. ধর্মের নিন্দা করা v. to disparage religion; to blaspheme. ~নিরপেক্ষ a. irrespective of creed (ধর্মনিরপেক্ষ বিচার); secular (ধর্মনিরপেক্ষ রাষ্ট্র). ~নির্দিষ্ট a. enjoined by religion; enjoined by scriptures, scriptural. ~নিষ্ঠ a. devoted to religion or religious practices; pious, virtuous, righteous. ~নিষ্ঠা n. devotion to religion or religious practices; piety, virtuousness, righteousness. ~নীতি n. a religious principle or principles; a principle or principles of virtue; a moral principle or principles; ethics. ~পত্নী n. a lawful wife; a lawfully married wife. ~পথ n. the path of virtue or piety. ধর্মপথে থাকা v. to follow the path of virtue or piety, to practise virtue or piety; to walk in the presence of God. ~পর, ~পরায়ণ same as ধর্মনিষ্ঠ । ~পাল n. a defender of religion; (Christ.) a bishop. ~পালক n. one who observes religious rites and practices; a defender of religion or faith. ~পালন n. observance of religious rites and practices; defence of religion. ~পিতা n. one solemnly accepted as father by a person other than one's children; (loos.) a godfather. ~পিপাসা n. a strong desire for learning religious truths, thirst for religion. ~পিপাসু a. desirous of learning religious truths, thirsty of religion. ~পুত্র , (coll. corrup.) ~পুত্তুর n. (loos.) a godson; a son of Yama (যম) the god of piety; an appellation of Yudhisthira of the Mahabharata; (sarcas.) one who poses to be a profoundly pious or truthful man; sanctimonious. ধর্মপুত্র যুধিষ্ঠির (sarcas.) a profoundly pious or truthful man, a sanctimonious person. ~পুস্তক same as ধর্মগ্রন্থ । ~প্রচার n. preaching of religion; religious preaching or propaganda; evangelization; evangelism. ধর্মপ্রচার করা v. to preach religion; to evangelize. ~প্রচারক a. preaching religion; evangelizing. ☐ n. a religious preacher; an evangelist. ~প্রধান a. chiefly guided by religion or religious principles; religious-minded, devout. ~প্রবক্তা n. a prophet. ~প্রবণ a. having propensity towards religion; religious minded. ~প্রবনতা n. leaning towards religion; religious-mindednesss. ~প্রবর্তক n. the founder of a religion. ~প্রাণ a. counting or regarding religion as precious as one's life; profoundly devout. ~প্রাণতা n. act of counting religion as precious as one's life; profound devoutness. ~বন্ধন n. the bond of religion; a sacred or solemn bond or tie; the holy bondage of being members of the same religious community. ~বন্ধু n. a friend or servant of religion; a friend or helper in religious matters. ~বল n. force of piety or virtuousness. ~বাণী n. a word or teaching of religion; a holy word; an evangel, a gospel. ~বিধান, ~বিধি n. a religious law or rule; a sacred law; a scriptural injunction or prescription. ~বিপ্লব n. a revolution in the world of religion; a great religious change, a religious revolution. ~বিরুদ্ধ, ~বিরোধী a. hostile to religion or piety; irreligious or impious, ungodly. ~বিশ্বাস n. a religious faith, a creed; faith in religion. ~বিশ্বাসী a. having faith in a particular religion or creed; following a particular creed; having faith in religion; virtuous, pious, godly. ~বুদ্ধি n. virtuous or pious or just thought or intention; conscientiousness, conscion ableness; good conscience. ~বৃদ্ধ n. a religious or ecclesiastical elder; a member of a priesthood, a father. ~ভয় n. fear of God; religious qualm. ~ভগিনী n. one solemnly accepted as a sister by a person other than one's brother or sister; a female disciple of the same teacher; a member of a sisterhood, a nun, a sister. ~ভাই coll. form of ধর্মভ্রাতা । ~ভীরু a. God-fearing. ~ভীরুতা n. God-fearing conduct or nature. ~ভ্রষ্ট a. gone astray from the religious or righteous course; fallen from one's religious belief. ~ভ্রাতা n. one solemnly accepted as a brother by a person other than one's brother or sister; a disciple of the same teacher or preceptor; a member of a brotherhood or sect or faith; a brother. ~মঙ্গল n. a long poem narrating the glory of Dharmathakur (ধর্মঠাকুর). ~মত n. a religious tenet or doctrine. ~মন্দির n. a house of worship, a temple, a shrine. ~ময় a. full of piety; devout or pious. ~মা, ~মাতা n. one solemnly accepted as mother by a person other than one's child. ~মূলক a. concerning religion, religious. ~যাজক n. an ecclesiastic; a clergyman; a priest. ~যুদ্ধ n. a war for the cause of religion, (cp.) a crusade, a holy war. ~যোদ্ধা n. one fighting for the cause of religion, (cp.) a crusader; a holy warrior. ~রক্ষা n. de fence of religion; preservation of one's religion or piety; preservation of chastity (স্ত্রীলোকের ধর্মরক্ষা). ~রাজ n. the lord of justice; an appellation of Yudhisthira of the Mahabharata or that of Yama (যম) or Dharmathakur (ধর্মঠাকুর) or Buddha. ~রাজ্য n. a state or kingdom administered with scrupulous justice, a realm of justice; a state or kingdom founded on religion or piety, a holy state. ~রাষ্ট্র n. a theocratic state. ~লক্ষণ n. any one of the (ten) characteristic signs of piety or virtuousness. ~লোপ n. destruction or extinction of religion or piety; profanation of one's religion; ravishment of (a woman's) chastity. ~শালা n. a guesthouse where pilgrims and travellers are accommodated temporarily at a low cost or free of cost; (ori.) a court of justice. ~শাসন n. a religious or scriptural edict; administration of justice; lawful judgment; rule of the ecclesiastics, theocracy. ~শাস্ত্র n. scripture. ~শাস্ত্রব্যবসায়ী n. a dealer in religious books and scriptures; an expounder and teacher of scriptures, a scribe. ~শাস্ত্রানুমত a. conforming to or as prescribed by scriptures. ~শিক্ষক n. a religious teacher or preceptor. ~শিক্ষা n. religious education or teaching. ~শীল a. pious, virtuous. ~সংস্কার n. religious reformation; a holy sacrament. ~সংস্কারক n. a religious reformer. ~সংস্থাপন n. introduction or founding of a religion; firm establishment of a religion; rejuvenation or reinforcement or restoration of a religion. ~সংহিতা n. a religious code, a book of holy laws. ~সংগত same as ধর্মসম্মত । ~সংগীত n. a devotional song or hymn, a psalm. ~সভা n. a religious gathering or congress or convention or congregation or society. ~সম্প্রদায় n. a religious community, a religious group or sect. ~সম্মত a. conforming to the rules and prescription of religion or piety; pious, virtuous; rightful; just. ~সাক্ষী a. having or claiming the god of piety as witness. ☐ n. an oath in the name of the god of piety. ধর্মসাক্ষী করে বলা to take an oath in the name of God, to take a solemn oath. ~সাধন n. practice of virtue or religion. ~হানি same as ধর্মনাশ । ~হীন a. godless, ungodly, irreligious, impious; blasphemous. ~হীনতা n. ungodliness; impiety.
Samsad Bangla Abhidhan
ধম্ম [ dhamma ] বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]। ধর্ম [ dharma ] বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সৎকর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্থান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ~কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ~কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ~ক্ষেত্র বি. পুণ্যস্থান, তীর্থ। ~গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ~গ্রন্থ, ~পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্থ; 2 স্মৃতিশাস্ত্র। ~ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ~ঘটি বিণ. ধর্মঘটকারী। ~চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। ~চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। ~চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। ~চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। ~চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। ~চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। ~জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। ~জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ~ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ~, (বর্জি.) ~তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। ~তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। ~তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্থান। ~ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। ~দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। ~দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. ~দ্রোহ, ~দ্রোহিতা। ~ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ~ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ~ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। ~নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ। ~নিষ্ঠ বিণ. ধার্মিক। ~নিষ্ঠা বি. ধার্মিকতা। ~পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। ~পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ~পরায়ণতা। ~পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। ~পিতা (-তৃ), ~বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। ~পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। ~প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ~প্রবণতা। ~প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। ~প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ~প্রাণতা। ~বিদ, ~বিদ্ (-বিৎ) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। ~বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। ~বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্থা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। ~বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ~ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ~ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ~ভীরুতা। ~ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ~ভ্রাতা (-তৃ), ~ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। ~মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্থ। ~মত বি. ধর্মীয় বিশ্বাস। ~যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। ~যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। ~রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা। ~রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। ~রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। ~লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। ~লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। ~শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্থান। ~শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। ~শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্থ; স্মৃতিশাস্ত্র। ~শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। ~শীল বিণ. ধার্মিক। ~সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। ~সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। ~সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। ~সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। ~সংস্থাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। ~সংস্থাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। ~সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্থ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্থ। ~সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত বা আয়োজিত সভা। ~সম্মত বিণ. ধর্মসংগত। ~সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। ☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। ~সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। ~স্থান বি. 1 দেবতার স্থান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্থান। ~হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। ~হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতাধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্থান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠাধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উৎসর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকাধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।

Processing time: 0.37 s