Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 4 letters:
দরবার definitions
Bangla-Tangla Dictionary
দরবার – solicitation (+ করা = to solicit, eg, lobbying a politician)
Samsad Bengali-English Dictionary
দরবার [ darabāra ] n an audience-chamber, a levee, a court, a durbar (রাজদরবার); a seeking or solicitation (চাকরির জন্য দরবার). দরবার করাv. to seek or solicit, to canvass; to hold a court or levee; to audience. দরবার বসাv. the court sits. দরবার ভাঙাv. the court rises. দরবারে বসাv. to sit at court. দরবারিa. one who frequents a royal court (দরবারি লোক); befitting a court, according to the regulations of a court (দরবারি ভাষা, দরবারি পোষাক, দরবারি রীতিনীতি). দরবারি কানাড়া an Indian musical mode. দরবারি চালচালন court-manners. দরবারি ব্যাপার a court-affair. দরবারি ভাষা court-language. দরবারি রীতিনীতি court-regulations, protocol. দরবারি লোক a courtier.
দার1 [ dāra1 ] n (usu. in comp.) a wife. ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহn. act of taking a wife, marriage or wedding (of a man).দার2 [ dāra2 ] sfx implying: furnished or embroidered with (জরিদার); causing or producing (মজাদার); owing or possessing or having, (cp.) -or, -er (পাওনাদার); superintending or controlling (থানাদার); employed in, taking to (ব্যাবসাদার, বাজনাদার). -দারি sfx. implying: -ship (জমিদারি, থানাদারি, ব্যাবসাদারি).
Samsad Bangla Abhidhan
দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ, ~পরিগ্রহ বি. বিবাহ।দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উৎপন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ~দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)।দারগ্রহণ [ dāragrahaṇa ] দ্র দার1।দারা [ dārā ] বি. দার1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)।দারি [ dāri ] দ্র দার2।
দিবার definitions
Bangla-Tangla Dictionary
shadhu genitive of verbal noun of দেওয়া:দেওয়া – to give (INF + ~ = to let)
Samsad Bengali-English Dictionary
shadhu genitive of verbal noun of দেওয়া:দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt.shadhu genitive of verbal noun of দেওয়া:দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
Samsad Bangla Abhidhan
shadhu genitive of verbal noun of দেওয়া:দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।shadhu genitive of verbal noun of দেওয়া:দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।
দুবার definitions
Bangla-Tangla Dictionary
দুবার – twice
Samsad Bengali-English Dictionary
দু [ du ] pfx contr. of দুই । দু-আনি alt. spell. of দুয়ানি । দু-এক alt. spell. of দুয়েক । দুকথাn. a few words; rough or harsh words, rebuke (দুকথা শুনিয়ে দেওয়া). দুকান করাv. to give out (a secret). দুকান-কাটাa. (fig.) bare-faced, brazen-faced, shameless. দুকুলn. the father's family and the in law's family (of a woman); the paternal and the maternal lines (of any person); (fig.) both alternatives. দুকুল খাওয়া (fig.) to lose all means of aid or sup port. দুকূলn. both banks of a river; (fig.) earthly life and life after death; (fig.) both alternatives. দুখানা, দুখানি, (dial.) দুখানn. two pieces, two. ☐ a. two pieces of, two; split or torn or broken into two. দুগুণa. twice, double. দুচারa. a few; only a few, very few (দুচার দিন, দুচার কথা). দুচারটি, দুচারটে, দুচারখানাn &. a. a few or a few things (দুচারটি বই). দুচালাa. having two thatched roofs. □ n. such a hut. দু-চোখের বিষ (fig.) an eyesore. দু-চোখ যেদিকে যায় wherever (my) eyes lead (me) to. দুজনpro. two (per sons). ☐ a. two. দুজনইpro. & a. both. দুটি, দুটো1pro. two (objects or things). □ a. two. দুটো2n. & a. two o'clock. দুটানাn. simultaneous pulls in two opposite directions; oscillation; a dilemma. দুটানায় পড়া to be in a dilemma or quandary, to be in a state of indecision. দুটোচারটেn. & a. a few things or a few; only a few things or only a few. দু-তরফাa. pertaining to or contested by both the opposite sides, bipartite. দুতলা, দুতালাa. two-storied; double-decked. ☐ n. the first floor; the upper deck. দুতারাa. two-stringed. ☐ n. a double-stringed musical instrument. দুধারn. both sides; two sides. দুধারীa. pertaining to or inclined to both the sides; two-sided; double-handed. দুনম্বরিn. dishonesty; doing things in a dishonest manner, the habit or practice of doing dishonest things. ☐ a. dishonest, unfair; unlawful, illegal (দুনম্বরি ব্যাবসা); gained by evil or illegal means (দুনম্বরি পয়সা). দুনলাa. double-barrelled. ☐ n. a double barrelled gun. দু-নৌকোয় পা দেওয়া (fig.) to fall between two stools, to serve God and Mammon simultaneously. দু পাকn. act or an instance of enfolding or taking round twice; two coils; a short stroll, a short leisurely walk. দু-পেয়েa. two-legged; biped. দু-ফলাa. (of a knife) having two blades; (of a tree) bearing fruit twice a year. দুফাঁকa. split asunder into two. দু-ফালি , (dial.) দু-ফালn. two slices. ☐ a. sliced or parted into two. দুবারn. two times. ☐ adv. twice. দুভাষীa. speaking two languages (esp. as one's mother-tongue); bilingual. ☐ n. an interpreter; a bilingual man. দু-মনাa. of two minds, hesitating, vacillating, wavering. দু-মুখোa. two-faced; double-faced; two-way (দু-মুখো গলি). দু-মুখো আচরণ double-dealing, double-crossing. দু-মুখো লোক a double-dealer. দু-মুঠা, দু-মুঠোa. two handfuls of. দু-মেটেa. (of clay images etc.) doubly plastered. দুয়ানিn. a two-anna bit or piece. দুয়েকa. one or two; a few. দু-রঙাa. bi-coloured. দু-সন্ধ্যাadv. & a. both in the daytime and evening (or at night). দু সুতিn. a coarse cloth woven in double thread. দু-হাত এক করাv. to unite (a bride and a bridegroom) in marriage; to cup one's palms. দু-হাতিa. measuring two cubits. দুহাতিয়াa. (of a stroke) dealt with both hands. ☐ adv. with both hands.
দেবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of দেওয়া:দেওয়া – to give (INF + ~ = to let)
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of দেওয়া:দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt.genitive of verbal noun of দেওয়া:দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of দেওয়া:দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।genitive of verbal noun of দেওয়া:দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।
দোবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of দোয়া:দোয়া – to milk
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of দোয়া:দোয়া1 [ dōẏā1 ] v to milk (as a cow); (fig.) to ex tort (money etc.) from (a person). ~নোv. to cause to milk; to milk.
দৌবারিক definitions
Samsad Bengali-English Dictionary
দৌবারিক [ daubārika ] n a gateman, a doorkeeper, a janitor (fem. a janitress), a porter (fem. a porteress, a portress).
দ্বার [ dbāra ] n a door; a gate; an entrance, a doorway; a gateway; a portico. ~দেশ, ~প্রান্তn. the proximity of a gate or door; doorway, doorstep, gateway, portal; entrance. ~দেশে, ~প্রান্তেadv. at the door or gate or portal. ~পাল, ~পালক, ~বান, ~রক্ষক, ~রক্ষীn. a door keeper, a gateman, a janitor (fem. : a janitress), a porter (fem. : a porteress, a portress). দ্বার রোধ করাv. to obstruct the door, to block up the door to make it impossible to pass. ~স্থa. standing or lying or situated at the gate; (humbly) waiting or begging at another's gate; to supplicate; seeking help from another (অসুবিধেয় পড়ে আপনার দ্বারস্থ হয়েছি). দ্বারে দ্বারে from door to door.
বার –
1. out, outside (+ করা = to take out, to bring out)
2. a time (as in "this time")
3. [variant of বারো]; 12, twelve
Samsad Bengali-English Dictionary
বার2 [ bāra2 ] n a royal court, a durbar; (of princes etc.) a sitting or presence in a court ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়'); an appearance before applicants or visitors or in public esp. in state (জমিদার বা গুরু আজ বার দেবেন).বার3 [ bāra3 ] n a day (রবিবার); a fixed or allotted day (হাটবার); a day of the week (আজ কী বার); an occasion, a time (দুবার); a turn (দেখি তোমার বারে কেমন খেলো).
অবার [ abāra ] a irresistible; unpreventible; indomitable; unrestrainable; inevitable.
আবার definitions
Bangla-Tangla Dictionary
আবার – again, moreover, expression of suspicion or uncertainty
Samsad Bengali-English Dictionary
আবার [ ābāra ] adv again, once more; moreover, and also (গরিব আবার বদখেয়ালি). ☐ int. expressing uncertainty or distrust or negation (কালো মেয়ের আবার বিয়ে, গরীবের আবার সুখ, নিত্য-ভিখারিকে কী আবার দেবে) .
Samsad Bangla Abhidhan
আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]।
উদার definitions
Bangla-Tangla Dictionary
উদার – liberal, open-minded
Samsad Bengali-English Dictionary
উদার [ udāra ] a high, lofty; noble; liberal; charitable, generous, munificent; magnanimous; kind; open-hearted; free from narrowness. উদার আকাশ the high (and open or free) sky. ~চরিত্র, ~প্রকৃতি, ~স্বভাবa. noble-charactered, noble-natured; noble; liberal; magnanimous; lofty. ~চেতা, ~মতি, ~মনা, ~হৃদয়a. noble minded, high-souled, noble-hearted; noble; liberal; magnanimous; open hearted. ~তাn. loftiness; nobleness; liberality; charitableness, generosity, munificence; magnanimity; kindness; freedom from narrowness. ~নীতিn. (chiefly pol.) liberalism. ~নীতিক, ~নৈতিকa. liberal. ~পন্থী same as উদারনৈতিক ।
এবার [ ēbāra ] n this time; this year; this life. ☐ adv. on this occasion, at this time, this time; now; in this year, this year; in this life. ☐ int. how can you escape now? ~কারa. of this time or year or life; present, current, this.
Samsad Bangla Abhidhan
এবার [ ēbāra ] বি. ক্রি-বিণ. 1 এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব); 2 এই যাত্রায় (এবার তুমি পেলে না); 3 এখন (এবার তবে আসি); 4 এই বছর (এবার তেমন ধান হয়নি); 5 এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)। [বাং. এ (এই) + বার]। ~কার বিণ. এবারের। এবারের মতো ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো।
কবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of কওয়া:কওয়া – to speak
চুদবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of চোদা:চোদা – to fuck [vulgar]
চোদবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of চোদা:চোদা – to fuck [vulgar]
ডবকা definitions
Samsad Bengali-English Dictionary
ডবকা [ ḍabakā ] a (usu. fem.) one who or that which attained youth recently, adolescent, juvenescent (ডবকা মেয়ে); blooming (ডবকা বয়স).