দোহারা definitions

Bangla-Tangla Dictionary
দোহারা – (+ চেহারা = large-framed physique)
Samsad Bengali-English Dictionary
দোহারা [ dōhārā ] a double, twice; woven in double threads or in plaits, doubly woven (দোহারা কাপড়); doubled (দোহারা সুতো); middle-sized, of medium build, neither too thin nor too fat, well-proportioned (দোহারা চেহারা).
Samsad Bangla Abhidhan
দোহারা [ dōhārā ] বিণ. 1 দ্বিগুণ; 2 দুই ভাঁজ বা দুই খেই বা দুই প্রস্থ বুনন আছে এমন (দোহারা সুতো); 3 রোগাও নয় আবার মোটাও নয় এমন, মাঝারি গড়নবিশিষ্ট (দোহারা চেহারা)। [বাং. দো (দুই) + হার + আ]। plural definitive of দোহা: দুহা, দোহা, (কথ্য) দোয়া [ duhā, dōhā, (kathya) dōẏā ] ক্রি. দোহন করা (দুধ দোয়া)। ☐ বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে। plural definitive of দোহা: দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

Processing time: 0.41 s