Bangla-Tangla Dictionary
দোর – door
genitive of দো:
দো – [variant of দুই]; 2, two
genitive of 2nd person intimate present imperative tense of দোয়া:
দোয়া
– to milk
Samsad Bengali-English Dictionary
genitive of দো:
দো [ dō ] a (chiefly used as pfx.) two, twofold, twice. ~আনি n. a two-anna piece. ~আব n. a tongue of land between two rivers, a doab; (ori.) a confluence of two rivers. ~আঁশ a. loamy. দোঁআশ মাটি loamy soil, loam. ~আঁশলা , (rej.) ~আঁসলা a. hybrid; crossbred; mongrel; loamy. ☐ n. a hybrid; a crossbreed; a mongrel. ~কর a. two times of, double. ☐ adv. twice, two times, doubly. ~কলা, ~কা a. & adv. only two together; in pair; having a companion or second. ~কাটি n. two sticks; two sticks striking against each other. ~চালা same as দুচালা (see দু). ~ছুট, ~ছোট n. a piece of large scarf worn loosely on the upper part of the body. ~টানা same as দুটানা (see দু). ~তরফা same as দুতরফা (see দু). ~তলা, দোতালা same as দুতলা (see দু). ~তারা same as দুতারা (see দু). ~ধারী same as দুধারী (see দু). ~নলা same as দুনলা (see দু). ~পাট্টা a. arranged into two folds; folded in two parts; double-folded; joined together lengthwise. (দোপাট্টা চাদর). ~পিয়াজি, ~পিয়াজা, ~পিঁয়াজি, ~পিঁয়াজা n. a highly seasoned dish of meat or fish prepared with too many onions doubly fried. ~পেয়ে same as দুপেয়ে (see দু). ~ফলা same as দুফলা (see দু). ~ফাল, ~ফালি same as দুফাল (see দু). ~বরা a. doubly refined and granular (দোবরা চিনি). ☐ adv. twice over (দোবরা কাজ করা). ~ভাঁজ a. doubly folded, folded in two plaits, doubled. ~ভাষী same as দুভাষী (see দু). ~মনা same as দুমনা (see দু). ~মুখো same as দুমুখো (see দু). ~মেটে same as দুমেটে (see দু). ~য়ানি pop. spell. of দোআনি । ~য়াব pop. spell. of দোআব । ~রঙা a. bi-coloured. ~রকা, ~রোকা a. embroidered on both sides. ~রসা a. (of fish etc.) partly decomposed or rotten, half-decomposed or half-rotten; (of soil) loamy. ~শালা n. a shawl woven in double plaits, a doubly plaited shawl; any one of a pair of costly shawls. ~সুতি same as দুসুতি (see দু). ~হাতিয়া, ~হাথিয়া, ~হাত্তা same as দুহাতিয়া (see দু).
genitive of 2nd person intimate present imperative tense of দোয়া:
দোয়া1 [ dōẏā1 ] v to milk (as a cow); (fig.) to ex tort (money etc.) from (a person). ~নো v. to cause to milk; to milk.
Samsad Bangla Abhidhan
দোর [ dōra ] বি. দ্বার ও দুয়ার -এর কথ্য রূপ ('ভোর হল, দোর খোলো': নজরুল)।
genitive of দো:
দুফলা [ duphalā ] দ্র দো।
genitive of দো:
দুভাষী [ dubhāṣī ] দ্র দো।
genitive of দো:
দো- [ dō- ] বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো < সং. দ্বি]। ~আনি দ্র দু। ~আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ~আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ~আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ~কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ~কলা, ~কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ~চালা বিণ. বি. দু দ্র। ~ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ~ছুট, ~ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাৎ উত্তরীয়, চাদর। ~তরফা দ্র দু। ~তলা, ~তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। ☐ বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ~তারা, ~ধারি, ~নলা, ~নালা, ~পেয়ে দ্র দু। ~পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ~ফলা, ~ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ~ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ~ফাল, ~ফালি দ্র দু। ~ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। ☐ বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ~মনা, ~মুখো, ~মেটে, ~য়ানি দ্র দু। ~য়াব-দোআব -এর বানানভেদ। ~রকা, ~রোকা, ~রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ~রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ~শালা বি. শালের জোড়া। ~সুতি দ্র দু। ~হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ।
genitive of দো:
দোআনি, দোআব, দোআঁশ, দোআঁশলা [ dōāni, dōāba, dōām̐śa, dōām̐śalā ] দ্র দো।
genitive of দো:
দোকর, দোকলা, দোকা [ dōkara, dōkalā, dōkā ] দ্র দো।
genitive of দো:
দোচালা, দোছুট [ dōcālā, dōchuṭa ] দ্র দো।
genitive of দো:
দোতলা, দোতালা [ dōtalā, dōtālā ] দ্র দো।
genitive of দো:
দোপড়া [ dōpaṛā ] দ্র দো।
genitive of দো:
দোফলা, দোফসলি [ dōphalā, dōphasali ] দ্র দো।
genitive of দো:
দোভাষী [ dōbhāṣī ] দ্র দো।
genitive of দো:
দোরকা [ dōrakā ] দ্র দো।
genitive of দো:
দোরসা [ dōrasā ] দ্র দো।
genitive of দো:
দোরোকা, দোরোখা [ dōrōkā, dōrōkhā ] দ্র দো।
genitive of দো:
দোশালা [ dōśālā ] দ্র দো।