দুধ definitions

Bangla-Tangla Dictionary
দুধ – milk
Samsad Bengali-English Dictionary
দুধ [ dudha ] n milk; juice (নারকেলের দুধ); latex (গাছের দুধ) দুধ কেটে গেছে same as দুধ ছানা হয়ে গেছে । দুধ খাওয়া v. to drink milk; to draw the breast, to suck. দুধ খাওয়ানো v. to cause to drink milk; to give suck (to), to suckle. দুধ ছাড়ানো v. to wean (a baby from the habit of sucking or lactation). দুধ ছানা হয়ে গেছে, দুধ ছিড়ে গেছে v. (the) milk has turned sour or curdled. দুধ তোলা v. to vomit or spew milk after drinking it (as by a child). দুধ দেওয়া v. to give or yield milk; to give suck (to), to suckle. দুধ দোওয়া v. to milk. দুধের ছেলে an infant boy, a suckling. দুধের মেয়ে an infant girl, a suckling. দুধের সর a thin layer or film that collects on boiled milk, milk film. দুধের সাধ ঘোলে মেটানো (fig.) to console oneself with a base substitute, to satisfy oneself with a glass of grog when the bottle of champagne is beyond one's reach. দুধ-কলা দিয়ে কালসাপ পোষা (fig.) to fatten one's mortal enemy, to nourish a viper in one's breast. দুধ-কুসুম্ভা n. a kind of milkshake mixed with a paste of hemp-leaves. দুধ-রুটি n. milk-sop. দুধে-জলে মেশা v. to get mixed or blended completely; (fig.) to be compromised thoroughly. দুধে-দাঁত, দুধের দাঁত n. a milk tooth; milk dentition. দুধে ভাতে থাকা v. to live in affluence, to enjoy loaves and fishes, to have one's bread buttered on both sides.
Samsad Bangla Abhidhan
দুধ [ dudha ] বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ~কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ~দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ~ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ~রাজ, ~কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্থায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো।

Processing time: 0.39 s