দাসী definitions

Bangla-Tangla Dictionary
দাসী – female servant
Samsad Bengali-English Dictionary
দাস [ dāsa ] n a servant, an attendant; a slave (দাসব্যবসায়); a fisherman by caste (দাসজাতি); a Shudra (শূদ্র); a non Aryan; a victim or a minion (অবস্থার দাস); a humble man or a dependant (হুজুর দাসের প্রতি দয়া করুন) fem দাসী । ~খত n. a written bond of slavery. ~ত্ব n. servitude; slavery; state of being a victim, bondage, dependence. দাসত্ব করা v. to be slave of, to serve as a slave. ~ত্ব প্রথা n. the institution of ownership of slaves, slavery. দাসত্ববন্ধন, দাসত্বশৃঙ্খলা n. the bonds of slavery. দাসত্বশৃঙ্খল মোচন n. emancipation or freedom from bond age. দাসত্ববৃত্তি n. slavery. দাসত্বে আবদ্ধ enslaved, in bondage. ~দাসী n. pl. servants male and female, man-servants and maid-servants. ~প্রথা same as দাসত্বপ্রথা । ~ব্যবসায় n. slave-trade. ~মনোবৃত্তি, ~মনোভাব n. slave mentality; servility. দাসানুদাস n. a slave of one's slave, a very humble servant or dependant. দাসীপুত্র n. one's son born of his maid-servant; an illegitimate son. দাসীবৃত্তি, দাসীত্ব n. profession of or service as a maid or maid-servant.
Samsad Bangla Abhidhan
দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্থার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ~খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ~ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ~প্রথা, ~ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ~ব্যবসায়, ~ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ~মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাৎ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র।

Processing time: 0.41 s