দাঁতে definitions

Bangla-Tangla Dictionary
locative of দাঁত: দাঁত – tooth, tusk
Samsad Bengali-English Dictionary
locative of দাঁত: দাঁত [ dān̐ta ] n a tooth; a tusk (as of an elephant or a hog); a fang (as of a serpent); (fig.) strength or pride (এ পরাজয়ে শত্রুদের দাঁত ভেঙে গেছে). দাঁত ওঠা v. to cut teeth, to teethe. দাঁত ওঠানো v. to have a tooth extracted; to extract a tooth. দাঁত কনকন করা v. to be afflicted with tooth ache. দাঁত কিড়মিড় করা v. to gnash or grind one's teeth (esp. in anger). দাঁত খিঁচানো v. to scold bawlingly and with grimaces, to show one's teeth. দাঁত তোলা v. to extract a tooth. দাঁত তোলানো v. to have a tooth extracted. দাঁত নড়া v. to have a tooth loosened. দাঁত পড়া v. to have a tooth fallen away. দাঁত ফেলা same as দাঁত ওঠানো । দাঁত ফোটানো v. (lit.) to pierce with teeth, to bite; (fig.) to be able to understand or comprehend. দাঁত বাঁধানো v. to make or have artificial teeth (or tooth); to fit with denture. দাঁত বিঁধানো same as দাঁত ফোটানো । দাঁত ভাঙা v. (fig.) to humble one's pride or weaken one's strength. দাঁত মাজা v. to brush or cleanse one's teeth. দাঁতে কুটো করা (fig.) to eat dirt, to eat the humble pie. দাঁতের গোড়া the root of a tooth, the gum. দাঁতের পাথরি chalk-like substance deposited on the teeth, tarter. দাঁতের পোকা caries. দাঁতে দাঁতে লাগা same as দাঁত কপাটি লাগা । আক্কেল দাঁত a wisdom tooth. কুকুরের দাঁত a canine tooth (of man), an incisor. গজ দাঁত an additional or extra tooth growing out of the root of another tooth, a subsidiary tooth. দুধে দাঁত a milk-tooth; milk dentition; a stomach-tooth. পোকাদাঁত n. a carious tooth. বাঁধানো দাঁত an artificial tooth, a false tooth. মাড়ির দাঁত a cheek-tooth, a molar tooth, a molar. শুয়োরের দাঁত a tusk. সাপের দাঁত a fang. হাতির দাঁত a tusk. দাঁত কনকনানি n. toothache. দাঁত-কপাটি n. state of having one's teeth clenched (esp. in fear or convulsive fits), lockjaw, trismus. দাঁতকপাটি লাগা v. to have one's teeth clenched, to be affected with lockjaw or trismus. দাঁত-ভাঙা a. difficult to pronounce or understand, break-jaw. দাঁতের মাজন n. dentifrice, a tooth-powder or toothpaste. দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা not to value blessings till they are gone.
Samsad Bangla Abhidhan
locative of দাঁত: দাঁত [ dān̐ta ] বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ~কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্থা। ~খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেলগজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাৎ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। locative of দাঁত: দাঁতভাঙা, দাঁতালো [ dān̐tabhāṅā, dān̐tālō ] দ্র দাঁত

Processing time: 0.41 s