Off by 3 letters:
দাঁতালো definitions

Samsad Bangla Abhidhan
দাঁত [ dān̐ta ] বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ~কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্থা। ~খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেলগজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাৎ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। দাঁতভাঙা, দাঁতালো [ dān̐tabhāṅā, dān̐tālō ] দ্র দাঁত
Off by 4 letters:
দাঁতাল definitions

Samsad Bengali-English Dictionary
দাঁতাল [ dān̐tāla ] a having large teeth or tusks.
Samsad Bangla Abhidhan
দাঁত [ dān̐ta ] বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ~কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্থা। ~খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেলগজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাৎ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।
দাঁড়াল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
Off by 5 letters:
কাঁটালো definitions

Samsad Bangla Abhidhan
কাঁটাল2, কাঁটালো [ kān̐ṭāla2, kān̐ṭālō ] বিণ. কাঁটাযুক্ত। [বাং. কাঁটা + আল]।
জাঁকালো definitions

Samsad Bengali-English Dictionary
জাঁকালো [ jān̐kālō ] a pompous; showy, ostentatious; splendid.
Samsad Bangla Abhidhan
জাঁকালো [ jān̐kālō ] বিণ. জমকালো, জাঁকজমকপূর্ণ। [বাং. জাঁক + আলো]।
ঝাঁজালো definitions

Samsad Bengali-English Dictionary
ঝাঁজালো, ঝাঁঝালো [ jhān̐jālō, jhān̐jhālō ] a very hot; pungently aromatic; severe, harsh.
Samsad Bangla Abhidhan
ঝাঁজ2, ঝাঁজ [ jhān̐ja2, jhān̐ja ] বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র।
ঝাঁঝালো definitions

Bangla-Tangla Dictionary
ঝাঁঝালো – pungent
Samsad Bengali-English Dictionary
ঝাঁজালো, ঝাঁঝালো [ jhān̐jālō, jhān̐jhālō ] a very hot; pungently aromatic; severe, harsh.
Samsad Bangla Abhidhan
ঝাঁজ2, ঝাঁজ [ jhān̐ja2, jhān̐ja ] বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র।
ডাল definitions

Bangla-Tangla Dictionary
ডাল
1. branch
2. lentils
Samsad Bengali-English Dictionary
ডাল1 [ ḍāla1 ] n pigeon-pea, dal; soup of pigeon pea. ~পুরি n. a thin round cakelike food of flour and pasted dal or pigeon-pea. ডাল2 [ ḍāla2 ] n a bough, a branch; a twig.
Samsad Bangla Abhidhan
ডাইল [ ḍāila ] দ্র ডাল1 ডাল1, ডাইল, দাল [ ḍāla1, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ~পুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ~মুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল। ডাল2 [ ḍāla2 ] বি. বৃক্ষশাখা (ডালপালা)। [দেশি]। ~পালা বি. শাখাপ্রশাখা। ডালপালা [ ḍālapālā ] দ্র ডাল2 ডালমুট [ ḍālamuṭa ] দ্র ডাল1 দালিয়া [ dāliẏā ] বি. গমের সুজি, গম পিষে প্রস্তুত সুজির মতো খাদ্যবিশেষ। [সং. দালডাল1 দ্র]।
দলো definitions

Samsad Bengali-English Dictionary
দলুয়া, দলো [ daluẏā, dalō ] n a kind of reddish sugar made of dried molasses.
দাঁড়া definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
দাঁড়া1 [ dān̐ṛā1 ] n spine, backbone; a claw (as of a crab or a lobster). দাঁড়া2 [ dān̐ṛā2 ] n practice, custom, usage, go (বেদাঁড়া). 2nd person intimate present imperative tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
দাঁড়া1 [ dān̐ṛā1 ] বিণ. 1 মেরুদণ্ড (শিরদাঁড়া); 2 কাঁকড়া চিংড়ি ইত্যাদির শক্ত ও বড়ো দণ্ড; 3 শুঁড় (আরশোলার দাঁড়া)। [সং. দণ়্ড]। দাঁড়া2 [ dān̐ṛā2 ] বি. প্রথা, রেওয়াজ, ধারা (উলটো দাঁড়া)। [সং. ধারা]। দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। দাঁড়ানো [ dān̐ṛānō ] দ্র দাঁড়া3 2nd person intimate present imperative tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়াইল definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়ানো definitions

Bangla-Tangla Dictionary
দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। দাঁড়ানো [ dān̐ṛānō ] দ্র দাঁড়া3
দাঁড়ালি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়ালে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাপাল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of দাপানো: দাপানো – to jump up and down, to make a show of aggression
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of দাপানো: দাপানো [ dāpānō ] v to brag; to fret; to shake, esp. by stamping with one's feet; to fill with uproarious threats or noise; to romp noisily. দাপানি same as দাপাদাপি ।
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of দাপানো: দাপা [ dāpā ] ক্রি. দাপানো, দাপাদাপি করা, অস্থিরভাবে বা ক্রোধিত হয়ে ছুটোছুটি করা। [বাং. দাপ + আ]। ~দাপি বি. 1 এমনভাবে ছুটোছুটি যাতে পায়ের শব্দ হয়, জোর পদশব্দ করে ছুটোছুটি; 2 অস্থিরভাবে ছুটোছুটি। ~নো ক্রি. 1 আস্ফালন করা; 2 ছটফট করা; 3 দাপাদাপি করা (দাপিয়ে বেড়ানো)। ☐ বি. উক্ত সব অর্থে। ~নি বি. দাপাদাপি।
দাবাল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of দাবানো: দাবানো – to press, to repress
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of দাবানো: দাবা1, দাবানো [ dābā1, dābānō ] v to press down; to sup press, to curb, to restrain (বিদ্রোহ দাবানো); to cow; to massage; to curry (পা দাবানো). দাবিয়ে রাখা to hold or keep in check.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of দাবানো: দাবা1 [ dābā1 ] ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)। ☐ বি. উক্ত দুই অর্থে। [দাপ দ্র]। ~নো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
দামাল definitions

Samsad Bengali-English Dictionary
দামাল [ dāmāla ] a (chiefly of a child) unmanage ably spirited or naughty or romping, tough and indomitable. ~পনা n. unmanageable spiritedness or naughtiness or toughness.
Samsad Bangla Abhidhan
দামাল [ dāmāla ] বিণ. দুর্দান্ত, অতি দুরন্ত বা অশান্ত (দামাল ছেলে)। [বাং. তু. সং. দুর্দম]।
দাল definitions

Samsad Bengali-English Dictionary
দাল [ dāla ] n pigeon-pea, pulse, lentils, dal.
Samsad Bangla Abhidhan
ডাল1, ডাইল, দাল [ ḍāla1, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ~পুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ~মুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল।
দালাল definitions

Bangla-Tangla Dictionary
দালাল – broker, pimp
Samsad Bengali-English Dictionary
দালাল [ dālāla ] n a broker, a cambist; an agent; a commission agent; a go-between; a tout; (sarcas.) a supporter or helper (ধনতন্ত্রের দালাল). দালালি n. brokerage, an agent's commission; brokery, commission agency; the act of business of a go-between or a tout.
Samsad Bangla Abhidhan
দালাল [ dālāla ] বি. 1 ব্যাবসাবাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্থের কাজ করে; 2 (নিন্দায়) অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)। [আ. দলাল]। দালালি বি. 1 দালালের বৃত্তি বা কাজ; 2 দালালের প্রাপ্য পারিশ্রমিক (দালালির টাকা); 3 (নিন্দায়) অন্যায়ভাবে মধ্যস্থতা বা পক্ষসমর্থন।
ফাঁদালো definitions

Samsad Bengali-English Dictionary
ফাঁদালো [ phān̐dālō ] a having a large diameter or opening (ফাঁদালো বালা) .
Samsad Bangla Abhidhan
ফাঁদালো [ phān̐dālō ] বিণ. 1 বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি); 2 বৃহদাকার। [বাং. ফাঁদ + আলো]।

Processing time: 1.71 s