Off by 5 letters:
ইডেন definitions

Bangla-Tangla Dictionary
ইডেন – Eden (Gardens), a sports stadium in Kolkata
খাঁই definitions

Samsad Bengali-English Dictionary
খাঁই [ khām̐i ] n desire, craving; avidity, greed; demand (বরের বাপের বেজায় খাঁই).
Samsad Bangla Abhidhan
খাঁই [ khām̐i ] বি. 1 আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); 2 পাওয়ার ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [< সং. আকাঙ্ক্ষা়]।
গাঁই definitions

Samsad Bengali-English Dictionary
গাঁই [ gām̐i ] n a classification of Brahmins according to their original village home.
Samsad Bangla Abhidhan
গাঁই [ gām̐i ] বি. আদি বাসস্থান অনুযায়ী ব্রাহ্মণদের শ্রেণি। [সং. গ্রামীণ বা গ্রামিণ্ (=গ্রামী)]।
চাঁই definitions

Samsad Bengali-English Dictionary
চাঁই1 [ cām̐i1 ] n (dero.) a leader; a chief; a ring leader; a veteran person; a somebody. চাঁই2 [ cām̐i2 ] n a clod; a device made of bamboo slips for catching fish.
Samsad Bangla Abhidhan
চাঁই1 [ cām̐i1 ] বি. বিণ. প্রধান, নেতা, মোড়ল (দলের চাঁই); ঝানু (চাঁই লোক)। [দেশি]। চাঁই2 [ cām̐i2 ] বি. 1 চাঙড়, ডেলা; 2 বাঁশের শলাকা দ্বারা প্রস্তুত মাছধরা জালবিশেষ। [দেশি-তু. হি. চাঙ্গর]।
ঠাঁই definitions

Bangla-Tangla Dictionary
ঠাঁই – space, room, place
Samsad Bengali-English Dictionary
ঠাঁই1 [ ṭhām̐i1 ] int expressing the noise as of slap ping strongly. ঠাঁই ঠাঁই int. expressing this noise made repeatedly and quickly. ঠাঁই2 [ ṭhām̐i2 ] n a place; a seat on which one sits to take one's meal (অতিথির জন্য ঠাঁই করা); shelter (চোরকে বাড়িতে ঠাঁই দিয়ো না); accommodation, room, space ('ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী'); bottom (নদীর ঠাঁই পাওয়া); possession or source. ঠাঁই ঠাঁই a. living apart from one another (ভাই-ভাই ঠাঁই-ঠাঁই); separated, dis united, disintegrated. ~নাড়া, ~বদল n. change of place.
Samsad Bangla Abhidhan
এক [ ēka ] বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ~ বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. ☐ বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ~কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উৎকট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ~কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ~কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ~খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ~গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ~গাছা, ~গাছি বি. একটি. একখানা। ~গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ~গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ~গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ~ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ~ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ~চক্ষু, (বর্জি.) ~চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ~চত্বারিংশৎ (কথ্য) ~চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ~চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ~চর বি. গণ্ডার। ☐ বিণ. একাকী বিচরণ করে এমন। ~চালা বি. একটি চালাযুক্ত ঘর। ☐ বিণ. একটি চালাযুক্ত। ~চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ~চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ☐ ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ~চেটিয়া, ~চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ~চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ~চোখোমি বি. পক্ষপাতিত্ব। ~চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ~চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ~ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্থ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ~জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। ☐ বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। ☐ বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ~জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ~টা, ~টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটা কিছু গোলমাল আছে এখানে)। ☐ বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ~টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ~টু, ~টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ~তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। ☐ বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ~তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ~তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ~তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ~তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ~তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ~তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। ☐ বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ~তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ~তাল, ~তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ~তিল-তিল দ্র। ~ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ~ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্থানে মিলিতভাবে; সমবেত। ~ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ~ত্রিংশ বিণ. 31 সংখ্যক। ~ত্রিংশৎ (কথ্য) ~ত্রিশ বি. 31 সংখ্যা। ~ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ~দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ~দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ~দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ~দৃষ্টি বিণ. স্থিরনেত্র, একাগ্রদৃষ্টি। ☐ বি. একনজর। ~দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্থিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ~দেশ বি. এক অংশ। ~দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ~ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ~ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ~নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ~নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ~নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ~নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ~নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ~নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ~নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্থা, autocracy. ~নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ~নিষ্ঠতা। ~নিষ্ঠা। ~পঞ্চাশৎ বি. 51 সংখ্যা। ~পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ~পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ~পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ~ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ~পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ~পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ~পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ~প্রস্থ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্থ খাওয়াদাওয়া হল)। ~বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ~বর্গা, ~বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ~বর্ণ বিণ. একরঙা। ☐ বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ~বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ~বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ~বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ~বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ~বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ~বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ~বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ~ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ~মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ~মনা (বর্জি.) ~মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ~মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ~মাত্র বিণ. কেবল একটি। ~মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ~মুঠ, ~মুঠো, ~মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ~মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ~মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ~যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ~রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ☐ ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ~রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ~রতি, ~রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ~রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ~রূপ বিণ. একরকম এর অনুরূপ। ~রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ~লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্থিত (একলপ্তে তিন বিঘা জমি)। ~লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ~শত, ~শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ~শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ~শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ~শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ~শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ~ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ~ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ~সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ~সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ~সহস্র, ~হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ~হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ☐ ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ~হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। ঠাঁই1 [ ṭhām̐i1 ] বি. হঠাৎ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)। [ধ্বন্যা.]। ঠাঁই2 [ ṭhām̐i2 ] বি. 1 স্থান (সে গেল কোন ঠাঁই?); 2 আহারে বসার স্থান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); 3 খালি জায়গা ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী': রবীন্দ্র); 4 থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। ☐ অনু. নিকট, কাছে ('চলেছে গৌরের ঠাঁই')। [সং. স্থান > হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]। ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)।
ডাঁই definitions

Samsad Bengali-English Dictionary
ডাঁই [ ḍām̐i ] n a heap, a pile. ডাঁই করা v. to heap (up), to pile (up).
Samsad Bangla Abhidhan
ডাঁই [ ḍām̐i ] বি. স্তূপ, গাদা (বাসনের ডাঁই, জিনিসগুলো ডাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।
ডে definitions

Bangla-Tangla Dictionary
ডে – day [English]
ঢাঁই definitions

Samsad Bengali-English Dictionary
ঢাঁই [ ḍhām̐i ] n a species of large fish without scale, (cp.) the trout.
Samsad Bangla Abhidhan
ঢাঁই [ ḍhām̐i ] বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। ☐ বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।
দই definitions

Bangla-Tangla Dictionary
দই – yoghurt
Samsad Bengali-English Dictionary
দই [ di ] n curdled milk, curd. দই পাতা v. to curdle milk; to keep milk in such a way that it will congeal or freeze into curd. চিনিপাতা দই milk curdled with sugar, sweet curd. সাজা দই recently curdled milk, fresh curd. হাতে দই পাতে দই তবু বলে কই কই (lit.) with curd on the palm of one's hand and on the plate, one still complains that it is not enough; (fig.) there is more than enough, yet complaining of scarcity; (cp.) want is unlimited and insatiable.
Samsad Bangla Abhidhan
দই [ di ] বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. দধি]। দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা। ~বড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ।
দা definitions

Bangla-Tangla Dictionary
দা – chopper (a heavy curved chopping tool)
Samsad Bengali-English Dictionary
দা1 [ dā1 ] n a heavy knife or chopper with a haft. দা-কাটা a. (chiefly of tobacco) chopped fine or minced with the aforesaid knife. দা-কুমড়ো সম্পর্ক relationship as between a chopper and a pumpkin; (fig.) deadly or inveterate enmity; implacable antagonism. -দা3 [ -dā3 ] fem of -দ3
Samsad Bangla Abhidhan
-দ3 [ -da3 ] বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)। দা2 [ dā2 ] বি. কাটারি; কাঠ ইত্যাদি কাটার জন্য হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [সং. দাত্র]। দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)। দা-কাটা [ dā-kāṭā ] দ্র দা2
দাঁও definitions

Samsad Bengali-English Dictionary
দাঁও [ dām̐ō ] n an opportunity, a chance (দাঁও পাওয়া); a fluke; a fat bargain made in a fluke (দাঁও মারা). দাঁও মারা v. to make a fat bargain in a fluke.
Samsad Bangla Abhidhan
দাঁও [ dām̐ō ] বি. সুযোগ, মওকা (দাঁও ফসকে গেল)। [হি দাঁও]। দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। ☐ বি. উক্ত অর্থে।
দাঁত definitions

Bangla-Tangla Dictionary
দাঁত – tooth, tusk
Samsad Bengali-English Dictionary
দাঁত [ dān̐ta ] n a tooth; a tusk (as of an elephant or a hog); a fang (as of a serpent); (fig.) strength or pride (এ পরাজয়ে শত্রুদের দাঁত ভেঙে গেছে). দাঁত ওঠা v. to cut teeth, to teethe. দাঁত ওঠানো v. to have a tooth extracted; to extract a tooth. দাঁত কনকন করা v. to be afflicted with tooth ache. দাঁত কিড়মিড় করা v. to gnash or grind one's teeth (esp. in anger). দাঁত খিঁচানো v. to scold bawlingly and with grimaces, to show one's teeth. দাঁত তোলা v. to extract a tooth. দাঁত তোলানো v. to have a tooth extracted. দাঁত নড়া v. to have a tooth loosened. দাঁত পড়া v. to have a tooth fallen away. দাঁত ফেলা same as দাঁত ওঠানো । দাঁত ফোটানো v. (lit.) to pierce with teeth, to bite; (fig.) to be able to understand or comprehend. দাঁত বাঁধানো v. to make or have artificial teeth (or tooth); to fit with denture. দাঁত বিঁধানো same as দাঁত ফোটানো । দাঁত ভাঙা v. (fig.) to humble one's pride or weaken one's strength. দাঁত মাজা v. to brush or cleanse one's teeth. দাঁতে কুটো করা (fig.) to eat dirt, to eat the humble pie. দাঁতের গোড়া the root of a tooth, the gum. দাঁতের পাথরি chalk-like substance deposited on the teeth, tarter. দাঁতের পোকা caries. দাঁতে দাঁতে লাগা same as দাঁত কপাটি লাগা । আক্কেল দাঁত a wisdom tooth. কুকুরের দাঁত a canine tooth (of man), an incisor. গজ দাঁত an additional or extra tooth growing out of the root of another tooth, a subsidiary tooth. দুধে দাঁত a milk-tooth; milk dentition; a stomach-tooth. পোকাদাঁত n. a carious tooth. বাঁধানো দাঁত an artificial tooth, a false tooth. মাড়ির দাঁত a cheek-tooth, a molar tooth, a molar. শুয়োরের দাঁত a tusk. সাপের দাঁত a fang. হাতির দাঁত a tusk. দাঁত কনকনানি n. toothache. দাঁত-কপাটি n. state of having one's teeth clenched (esp. in fear or convulsive fits), lockjaw, trismus. দাঁতকপাটি লাগা v. to have one's teeth clenched, to be affected with lockjaw or trismus. দাঁত-ভাঙা a. difficult to pronounce or understand, break-jaw. দাঁতের মাজন n. dentifrice, a tooth-powder or toothpaste. দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা not to value blessings till they are gone.
Samsad Bangla Abhidhan
দাঁত [ dān̐ta ] বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ~কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্থা। ~খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেলগজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাৎ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। দাঁতভাঙা, দাঁতালো [ dān̐tabhāṅā, dān̐tālō ] দ্র দাঁত
দাঁড় definitions

Bangla-Tangla Dictionary
দাঁড় – standing (+ করানো = to make stand)
Samsad Bengali-English Dictionary
দাঁড় [ dān̐ṛa ] n an oar (of a boat); a rod for a bird to sit on, a perch. ☐ a. standing (দাঁড় হওয়া); set upright (দাঁড় করানো); well established (কারবার দাঁড় করানো); waiting (গাড়িখানা আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখব); halted (পুলিশ এখানে সব গাড়ি দাঁড় করায়); brought or presented (সাক্ষী দাঁড় করানো); instituted or filed (মামলা দাঁড় করানো); brought to or reduced to (অবস্থা দাঁড় করানো). দাঁড় করানো v. to cause to stand; to set erect or upright; to build up or establish firmly; to bring or present; to institute or file; to bring to or reduce to. দাঁড় টানা, দাঁড় বাওয়া v. to ply an oar, to oar, to punt, to row. দাঁড় হওয়া v. to stand up; to stand erect or upright. দাঁড়ে বসা v. to perch, to roost.
Samsad Bangla Abhidhan
দাঁড় [ dān̐ṛa ] বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। ☐ বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্থিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]।
দাঁড়াই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand

1st person present imperative tense of দাঁড়ানো:
দাঁড়ানো – to stand

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position. 1st person present imperative tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 1st person present imperative tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়াইতে definitions

Bangla-Tangla Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়াইবে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary future tense and future imperative of দাঁড়ানো: দাঁড়ানো – to stand

shadhu 3rd person ordinary future tense of দাঁড়ানো:
দাঁড়ানো – to stand

Samsad Bengali-English Dictionary
shadhu 2nd person ordinary future tense and future imperative of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position. shadhu 3rd person ordinary future tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person ordinary future tense and future imperative of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। shadhu 3rd person ordinary future tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দাঁড়াইলে definitions

Bangla-Tangla Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো – to stand
Samsad Bengali-English Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়ানো [ dān̐ṛānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না); to tarry (একটু দাঁড়ও-কাজটা সেরেনি); to stop, to halt (এখানে গাড়ি দাঁড়াবে না); to collect (রাস্তায় জল দাঁড়ানো); to be well-established (কারবারটা দাঁড়াল না); to end or terminate (ব্যাপার যে কোথায় গিয়ে দাঁড়াবে); to come, to be, to become (অবস্থা খারাপ দাঁড়ানো); to stand for (কারও পক্ষে উকিল হয়ে দাঁড়ানো). ☐ a. standing (দাঁড়ানো অবস্থা); erect, upright. ☐ n. act or manner or posture of standing; a standing or erect position.
Samsad Bangla Abhidhan
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of দাঁড়ানো: দাঁড়া3 [ dān̐ṛā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ~নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্থা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
দে definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of দেওয়া: দেওয়া – to give (INF + ~ = to let)
Samsad Bengali-English Dictionary
দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt. 2nd person intimate present imperative tense of দেওয়া: দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt. 2nd person intimate present imperative tense of দেওয়া: দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
Samsad Bangla Abhidhan
দে2 [ dē2 ] বি. (প্রা. কাব্যে) শরীর, দেহ ('গৌর, নহিত তবে কি হইত, কেমনে ধরিতু দে': বা. ঘো.)। [সং.দেহ]। দে3 [ dē3 ] অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। [বাং. √ দি]। 2nd person intimate present imperative tense of দেওয়া: দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2nd person intimate present imperative tense of দেওয়া: দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।
ধাঁই definitions

Bangla-Tangla Dictionary
ধাঁই – (+ করে =expressing a sudden blow)
Samsad Bangla Abhidhan
ধাঁ [ dhā ] অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ~ বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)।
শাঁই definitions

Samsad Bengali-English Dictionary
শাঁ, শাঁই [ śā, m̐śām̐i ] int expressing: a fizzing or swishing or hissing sound. শাঁ-শাঁ, শাঁই শাঁই int. expressing: repetition of this sound; great speed.
Samsad Bangla Abhidhan
শাঁই1 [ śām̐i1 ] বি. শমিবৃক্ষ। [< সং. শমি]। শাঁই2 [ śām̐i2 ] বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক।

Processing time: 0.7 s