দর definitions

Bangla-Tangla Dictionary
দর – price, value, rate
Samsad Bengali-English Dictionary
দর1 [ dara1 ] n hole, a pit; a crevice (of a mountain); fear, dread, terror; a quake, a shake; a stream; an exudation. ☐ adv. a little, slightly. দর2 [ dara2 ] n price; rate; a price quoted, a quotation; value, worth. দর করা v. to bar gain; to haggle or higgle, to chaffer. দর দেওয়া v. to quote (a price). দরে বনা v. to agree about terms. দর3 [ dara3 ] pfx indicating: sub-, under-. মাটি [ māṭi ] n earth; clay; soil; dust or dirt; the ground, the floor; landed property, land; the surface of the earth; the earth, the world; foothold. মাটি করা v. to spoil, to ruin; to impair. মাটি কামড়ে (পড়ে) থাকা (fig.) to keep lying to the ground immovable and motionlessly with all one's might and main (as by a wrestler); to persist doggedly. মাটি দেওয়া v. to bury, to inter. মাটি মাড়ানো v. (coll.) to come or visit. মাটি হওয়া v. to be spoiled. পায়ের তলার মাটি সরে যাওয়া (fig.) to lose one's foothold, to be utterly deprived of support, (cp.) to cut the grass from under one's feet. মাটির দর dirt cheap. মাটির বাসন earthenware; crockery. মাটির দরে বিক্রি করা to sell for a mere trifle. মাটির মানুষ a very gentle and forbearing and honest man perfectly free from crookedness. বিলাতি মাটি cement. বেলেমাটি sandy soil. genitive of দ: 1 [ da1 ] n the eighteenth consonant of the Bengali alphabet. genitive of দ: -দ3 [ -da3 ] sfx indicating: one who or that which gives (সুখদ, জলদ). genitive of দ: -দা3 [ -dā3 ] fem of -দ3
Samsad Bangla Abhidhan
দড়কচা, দড়কাঁচা [ daṛkacā, daṛkān̐cā ] দ্র দর3 দর1 [ dara1 ] বি. 1 গহ্বর, গর্ত ('মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে': ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় ('দর-তিমির'); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। ~দর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। ☐ বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। ~বিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন। দর2 [ dara2 ] বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ~কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ~দস্তুর, ~দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। দর3 [ dara3 ] বিণ. অল্প, ঈষৎ (দরকাঁচা)। [ফা. দর্ (=কম)]। ~কচা, ~কাঁচা, দড়-কচা, দড়-কাঁচা বিণ. আধপাকা, আধকাঁচা। দরকচা, দরকাঁচা [ darakacā, darakān̐cā ] দ্র দর3 দরবিগলিত [ darabigalita ] দ্র দর1 genitive of দ: 1 [ da1 ] বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ। genitive of দ: 2 [ da2 ] বি. দহ, জলাভূমি, গর্ত ('পেটে পড়ল দ': দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি. 1 নদীগর্ভের গর্তে ডুবানো; 2 (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা। genitive of দ: -দ3 [ -da3 ] বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)। genitive of দ: দহ [ daha ] বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ > হদ > (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র 2]।

Processing time: 0.43 s