দম definitions

Bangla-Tangla Dictionary
দম – breath (+ বেরিয়ে যাওয়া = to get extremely exhausted)
Samsad Bengali-English Dictionary
দম1 [ dama1 ] n rule, control, control or repression of senses, continence (শমদম). দম2 [ dama2 ] int expressing: a light thudding or banging noise. দমদম int. expressing: repeated light thudding or banging noise. দমাদম adv. with repeated thuds. দম3 [ dama3 ] n respiration, breathing, breath (দম আটকানো); a spell of catching the breath (দম ফুরানো); the breath of life, life breath (দম বেরোনো); a forceful puff (গাঁজায় দম); a spell or act of winding a machine (ঘড়িতে দম); (chiefly dial.) a winding key (ঘড়ির দমটা বদলাতে হবে a bluff, a fib, a hoax, a bam (দমে ভোলা); mild heat (দমে বসানো মাংস); a variety of highly seasoned thick curry (আলুর দম). দম আটকানো v. to catch the breath; to have difficulty in breathing; to cause difficulty in breathing; to be suffocated or choked; to suffocate or choke. দম ছাড়া v. to recover freedom of breathing, to take breath. দম ছাড়ার অবকাশ breathing-space, breathing time, a breather. দম দেওয়া v. to wind (as a watch); to hoax, to bamboozle; to have a hard spell of smoking (গাঁজায় দম দেওয়া). দম ফাটা v. to choke; (fig.) to feel extremely oppressed at heart when forced not to speak out or express something. ~ফাটা a. choking, suffocating, that which causes choking or suffocation (দমফাটা হাসি). দম ফুরানো v. to be out of breath, to be breathless; to die; (of clocks etc.) to require fresh winding. দম বন্ধ করা v. to catch one's breath. দম বন্ধ করানো v. to cause to catch one's breath; to suffocate, to choke. দম বন্ধ হওয়া v. to be suffocated or choked. দম বার করা v. to put out of breath, to take one's breath; to make one breathe one's last. দম বার হওয়া v. to be out of breath; to breathe one's last. দম রাখা v. to hold one's breath. দম নেওয়া v. to take breath, to have a re spite. দম লাগানো same as দম দেওয়া । একদম adv. at all. একদমে adv. at one breath; quickly at a stretch. পুরোদমে adv. in full swing; in full speed; in a downright manner; thoroughly. বেদম a. that which puts one out of breath; excessive (বেদম প্রহার).
Samsad Bangla Abhidhan
দম1 [ dama1 ] বি. দড়াম-এর চেয়ে লঘুতর আওয়াজ। [ধ্বন্যা.]। দম দম বি. ক্রি-বিণ. ক্রমাগত দম আওয়াজ বা আওয়াজসহ। ☐ বি. দামামার শব্দ। দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)। দমাদ্দম দমাদম -এর অনুরূপ। দম2 [ dama2 ] বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্থির হওয়া। ~ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। দম3 [ dama3 ] বি. 1 শাসন, দমন; 2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)। [সং. √ দম্ + অ]। দমদম [ damadama ] দ্র দম1 দমফাটা [ damaphāṭā ] দ্র দম2 দমাদম, দমাদ্দম [ damādama, damāddama ] দ্র দম1

Processing time: 0.4 s