Off by 2 letters:
ব্যাংক definitions

Samsad Bengali-English Dictionary
ব্যাংক [ byāṅka ] n the bank; an institution for the keeping, lending, exchanging etc. of money. ব্যাংক করণিক n. a bank clerk. ব্যাংকের বই n. a bank passbook. ব্যাংক ম্যনেজার a bank manager or agent.
Samsad Bangla Abhidhan
ব্যাংক [ byāṅka ] বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]।
Off by 3 letters:
চ্যাং definitions

Samsad Bengali-English Dictionary
চ্যাং [ cyā ] n a species of small river fish with very soft flesh.
Samsad Bangla Abhidhan
চেঙ1, চেং1, [ cēṅa1, cē1, ] দ্র চ্যাং1 চেঙ2, চেং2 [ cēṅa2, cē2 ] দ্র চ্যাং2 চ্যাং1, (বর্জি.) চেঙ্গ [ cyā1, (mbarji.) cēṅga ] বি. শোলজাতীয় মাছবিশেষ। [দেশি]। ~মুড়ি বিণ. বি. চ্যাং মাছের মতো ছোট মাথাবিশিষ্ট ('চেঙ্গমুড়ী কাণী: বি. গু.)। চ্যাং2 [ cyā2 ] বি. শব বহনের খাটুলি বা বাঁশের মাচা। [দেশি]। ~দোলা বি. শবের মতো বয়ে নেওয়া।
ঠ্যাং definitions

Samsad Bengali-English Dictionary
ঠ্যাং [ ṭhyā ] n leg; shank.
Samsad Bangla Abhidhan
ঠ্যাং [ ṭhyā ] বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]।
থাক definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of থাকা: থাকা – to stay, to live
Samsad Bengali-English Dictionary
থাক [ thāka ] n a tier, a layer; a group. 2nd person ordinary present simple tense of থাকা: থাকা [ thākā ] v to live, to dwell (ওরা ওখানে থাকে); to stay, to be at (ঘরে থাকা); to remain, to be in (পালিয়ে থাকা); to pass time (কষ্টে থাকা); to have (টাকা থাকা); to be in possession (টাকা চিরকাল থাকে না); to exist (ঈশ্বর চিরকাল আছেন ও থাকবেন); to last esp. permanently (এ রং থাকবে না); to be alive (বাপ থাকতে তোমার টাকার ভাবনা নেই); to be present (আমি সেখানে থাকলে এটা ঘটত না); to be saved or preserved (এ যুদ্ধে প্রাণ থাকবে না); to be maintained or observed or kept (কথা থাকা); to re main unimpaired or intact (জাত থাকা, ধর্ম থাকা, সতীত্ব থাকা); to be retained (মনে থাকা); to lag behind, to straggle (সবাই যখন গেল, তখন আমি আর থাকি কেন); to be involved, to take part in (আমি কিছুতে থাকি না); to be accustomed to (সে সকালে চা খেয়ে থাকে); to continue (চলতে থাকা); to associate with, to accompany (লক্ষ্মণ রামের সঙ্গে সঙ্গে থাকত); (vul.) to have illicit connection with; to be left off or out (ও কথা থাক). থাকাথাকি n. stay; existence; act of staying and not staying. 2nd person ordinary present simple tense of থাকা: মন2 [ mana2 ] n mind; heart; mental state, mood; mentality; feeling; consideration; memory; inclination, desire; attraction, attachment, interest; attention; earnestness, devotion; sincerity; choice; re solve, decision. মন আসা same as মন লাগা । মন ওঠা v. to be satisfied or pleased. মন করা v. to resolve, to make up one's mind; to have a mind; to agree, to condescend (আপনি মন করলে চাকরিটা হবে). মন কাড়া v. to captivate the mind, to capture the fancy of; to win one's heart. মন কেমন করা v. to be uneasy in mind; to be worried. মন খারাপ করা see খারাপ । মন খারাপ হওয়া v. to be out of hearts; to be out of humour; to be saddened. মন খোলা, মন খুলে বলা v. to speak one's mind; to open one's heart; to break one's mind. মন গলা v. to soften (towards), to melt. মন গলানো v. to melt one's heart. মন চাওয়া v. to be inclined to; to agree to. মন ছোটো হওয়া v. to become small-minded; to feel small; to be stricken with a sense of inferiority; to become ungenerous or niggardly; to lose heart, to become dejected. মন ছোটা v. to be stricken with an impetuous inclination towards or desire for; to be greatly attracted. মন জানা v. to learn or know one's mind. মন জোগানো v. to comply with one's orders or desires; to act to please another; to humour; to flatter. মন টলা v. to become perturbed or worried; to be in two minds, to waver; to be of two minds; to soften emotionally, to melt. মন টানা v. to attract; to incline; to have a mind. মন থাকা v. to have a desire for; to be inclined towards; to have interest in; to be attentive to. মন থেকে adv. sincerely; from the bottom of one's heart; by or out of one's imagination; (rare) from memory. মন দমা v. to become disheartened or discouraged. মন দেওয়া v. to apply one's mind to, to mind; to be ear nest (মন দিয়ে কাজ করা); to pay attention or heed to; to fall in love with. মন পাওয়া v. to be able to please another; to win one's favour or love; to win the heart of. মনপ্রাণ দিয়ে চেষ্টা করা v. to try heart and soul. মন বসা same as মন লাগা । মন বিষানো v. to embitter or poi son one's mind. মন ভাঙা v. to be dis heartened or discouraged; to be broken-hearted or heart-broken. মন ভাঙানো v. to dishearten or discourage; to break one's heart; to prejudice one's mind (against), to earwig. মন ভোলানো v. to charm or captivate one's mind; to at tract or please greatly; to win one's heart; to infatuate; to melt one's heart; to cajole; to take one's mind off (some thing). মন মাতানো v. to make one be side oneself with delight; to delight or please greatly. মন মানা v. to be con soled; to agree to accept at heart; to agree or consent to. মন রাখা same as মন জোগানো । মন লাগা v. to have a liking or inclination for; to have interest in; to have earnestness in. মন লাগানো v. to apply one's mind to, to attend to earnestly. মন সরা v. to have a desire for, to be willing (to). মন হওয়া v. to be inclined; to have half a mind; to become consented. মন হারানো v. to lose oneself; to lose one's heart; to be infatuated, to be greatly enamoured (of). মনে ওঠা v. to rise in one's mind, to occur to or strike one (ফন্দি মনে ওঠা); to be recollected (স্মৃতি মনে ওঠা). মনে করা v. to call to mind, to recollect; to resolve, to decide; to have a mind; to have half a mind; to feel; to suppose; to count, to regard, to consider, to think. মনে জাগা same as মনে ওঠা । মনে জানা v. to know or feel at heart. মনে থাকা v. to be remembered, to be retained in one's memory. মনে দাগ কাটা v. to impress one's mind indelibly; to bring home to; to make an imprint on one's mind; to occupy one's memory permanently. মনে ধরা v. to be to one's liking or choice; to be after one's heart. মনে নেওয়া v. to feel; to supose; to consider or think seriously. মনে পড়া v. to re member; to be recollected. মনে পুষে রাখা v. to nourish or cherish secretly at heart. মনে রাখা v. to remember; to bear or to keep in mind. মনে লাগা v. to be to one's liking, to be up to one's choice; to impress one's mind favourably; to be shocked or pained at heart; to feel or suppose. মনে স্থান দেওয়া to cherish or keep alive in one's heart. মনে হওয়া v. to feel; to suppose; to consider, to think; to count, to regard; to come to recollect; to appear; to seem. মনের আগুন mental anguish, heart-grief. মনের কথা one's secret thoughts and feelings and intentions, one's mind. মনের কালি the gloom of one's mind; sorrow, grief; ill feeling; malice; concealed vice. মনের গোল doubt; hesitation. মনের জোর a strong will; moral courage; self-confidence; morale. মনের ঝাল a grudge. মনের ঝাল মেটানো v. to feed one's grudge. মনের বিষ concealed envy or malice; canker of the mind. মনের ব্যথা mental anguish, heart's pang. মনের মতো same as মনোমতো । মনের ময়লা same as মনের কালি । মনের মানুষ a person after one's own heart; a favourite; a minion; a lover. মনের মিল amicability; agreement, accord. 2nd person ordinary present simple tense of থাকা: মাটি [ māṭi ] n earth; clay; soil; dust or dirt; the ground, the floor; landed property, land; the surface of the earth; the earth, the world; foothold. মাটি করা v. to spoil, to ruin; to impair. মাটি কামড়ে (পড়ে) থাকা (fig.) to keep lying to the ground immovable and motionlessly with all one's might and main (as by a wrestler); to persist doggedly. মাটি দেওয়া v. to bury, to inter. মাটি মাড়ানো v. (coll.) to come or visit. মাটি হওয়া v. to be spoiled. পায়ের তলার মাটি সরে যাওয়া (fig.) to lose one's foothold, to be utterly deprived of support, (cp.) to cut the grass from under one's feet. মাটির দর dirt cheap. মাটির বাসন earthenware; crockery. মাটির দরে বিক্রি করা to sell for a mere trifle. মাটির মানুষ a very gentle and forbearing and honest man perfectly free from crookedness. বিলাতি মাটি cement. বেলেমাটি sandy soil.
Samsad Bangla Abhidhan
থাক [ thāka ] বি. 1 স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); 2 শ্রেণি। [ < সং. স্তবক]। ~বন্দি বিণ. 1 বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; 2 স্তরে স্তরে সাজানো। 2nd person ordinary present simple tense of থাকা: থাকা [ thākā ] ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্থান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্থানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্থিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্থায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়ি এ যাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্থানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ~থাকি বি. অবস্থান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্থির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্থান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)।
ব্যাং definitions

Samsad Bangla Abhidhan
ব্যাং1 [ byā1 ] বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ < সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যৎসামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। ব্যাং2 [ byā2 ] বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ। [দেশি]।
যাক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
রথ্যা definitions

Samsad Bangla Abhidhan
রথ্যা [ rathyā ] বি. 1 রাস্তা, পথ 2 রাজপথ; 3 রথসমূহ। [সং. রথ + য + আ]।
ল্যাং definitions

Bangla-Tangla Dictionary
ল্যাং – (+ মারা = to trip someone)
Samsad Bengali-English Dictionary
ল্যাং [ lyā ] n the leg, the shank; causing to stumble by pushing one's leg into anothers. ল্যাং দেওয়া, ল্যাং মারা v. to cause to stumble or fall by pushing one's leg into another's to trip; (sl.) to betray.
Off by 4 letters:
কথ্য definitions

Samsad Bengali-English Dictionary
কথ্য [ kathya ] a worthy of being spoken or told, speakable, utterable; that which is to be spoken or told; colloquial (কথ্য ভাষা).
Samsad Bangla Abhidhan
কথ্য [ kathya ] বিণ. 1 বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য; 2 কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)। [সং. √ কথ্ + য]।
ক্যাঁক definitions

Samsad Bengali-English Dictionary
ক্যাঁক [ kyān̐ka ] int expressing the sound of kicking or striking or of excitement or pain or a surly utterance. ক্যাঁক-ক্যাঁক করা v. to grumble or rebuke (usu. repeatedly) in a surly manner; to whine.
Samsad Bangla Abhidhan
ক্যাঁক [ kyān̐ka ] অব্য. আকস্মিক আঘাত উত্তেজনা বা বেদনাব্যঞ্জক ধ্বনিবিশেষ (লাথি খেয়ে ক্যাঁক করা, ক্যাঁক করে লাথি মারা)। [ধ্বন্যা.]। ক্যাঁক ক্যাঁক করা ক্রি. বি. কর্কশ স্বরে বিরক্তি বা রাগ প্রকাশ করা। ক্যাঁক-কেঁকে বিণ. কর্কশ (ক্যাঁককেঁকে গলা)।
খ্যাঁক definitions

Samsad Bengali-English Dictionary
খেঁক, খ্যাঁক [ khēn̐ka, khyān̐ka ] int expressing a snarling sound of a dog or a vixen or of one in anger. খ্যাঁক (খেঁক) করা v. to snarl; to shout fretfully. খেঁক খেঁক, খ্যাঁক খ্যাঁক int. expressing repeated snarling or fretting noise. খেঁকখেঁক করা, খেঁকানো, খ্যাঁকানো v. to snarl repeatedly; to rebuke fretfully and repeatedly in a loud voice. খেঁকানি, খ্যাঁকানি, খ্যাঁকখ্যাঁকানি n. repeated and fretful rebuke in a loud voice. খেঁকিয়ে ওঠা same as খ্যাঁকানো ।
খ্যাপক definitions

Samsad Bengali-English Dictionary
খ্যাপক [ khyāpaka ] a. & n one who or that which announces or proclaims or gives publicity.
Samsad Bangla Abhidhan
খ্যাপক [ khyāpaka ] বিণ. ঘোষণাকারী, প্রচারক। [সং. √খ্যা + ণিচ্ + অক]। খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)।
ছ্যা definitions

Samsad Bangla Abhidhan
ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। ছ্যা [ chyā ] দ্র ছি
ছ্যাঁক definitions

Samsad Bengali-English Dictionary
ছ্যাঁক [ chyān̐ka ] int expressing the sound of any thing falling into hot oil or fat. ছ্যাঁকছ্যাঁক adv. expressing or indicating a slight temperature (গা ছ্যাঁক ছ্যাঁক করছে). ছ্যাঁকছেঁকে a. expressing or indicating a slight temperature.
Samsad Bangla Abhidhan
ছেঁক2, ছ্যাঁক [ chēn̐ka2, chyān̐ka ] অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষৎ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া [ chyān̐ka, chyān̐caṛa, chyān̐caṛā ] যথাক্রমে ছেঁক, ছেঁচড় ও ছেঁচড়া -র বানানভেদ।
জ্যা definitions

Samsad Bengali-English Dictionary
জ্যা [ jyā ] n a bowstring; (geom.) a chord, a sine; the earth. ধনুকে জ্যা পরানো to string a bow.
Samsad Bangla Abhidhan
জ্যা [ jyā ] বি. 1 ধনুকের গুণ বা ছিলা; 2 (জ্যামি.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনাকারী রেখা, chord; 3 পৃথিবী।[সং. √ জ্যা + ক্বিপ্]। ~নির্ঘোষ বি. ধনুকের টংকার। ~রোপণ বি. ধনুকে গুণ বা ছিলা পরানো। জ্যানির্ঘোষ [ jyānirghōṣa ] দ্র জ্যা জ্যারোপণ [ jyārōpaṇa ] দ্র জ্যা
ট্যাঁক definitions

Samsad Bangla Abhidhan
টেক [ ṭēka ] দ্র ট্যাঁক ট্যাঁক, (বর্জি.) টেঁক [ ṭyān̐ka, (barji.) ṭēn̐ka ] বি. 1 কোমর; 2 কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); 3 (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর ('গাঙ্গের টেঁক')। [দেশি-তু. সং. কটি]। ট্যাঁকে গোঁজা ক্রি. বি. 1 কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; 2 (আল.) সম্পূর্ণ আত্মসাৎ করা বা আয়ত্তে আনা।
ট্যাকস definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাকস, ট্যাক্স [ ṭyākasa, ṭyāksa ] n a tax, a duty.
তথ্য definitions

Bangla-Tangla Dictionary
তথ্য – information
Samsad Bengali-English Dictionary
তথ্য [ tathya ] n actuality; actual state or affair; in formation; reality; truth; facts or data. ☐ a. real or true or unanimous or universal (তথ্যবচন). ~জ্ঞান n. knowledge of facts. ~নিরুপণ, ~নির্ণয় n. determination of truth; ascertainment of facts. ~বাদী same as তথ্যভাষী । ~বাহী a. informative. ~ভাষী a. truthful. ~ভিত্তিক a. based on facts; documented. সমৃদ্ধ a. well documented; informed; informative.
Samsad Bangla Abhidhan
তথ্য [ tathya ] বি. 1 যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); 2 সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)। ☐ বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)। [সং. তথা + য]। ~চিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film. ~পঞ্জি বি. তথ্যের তালিকা। ~বাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন। ~ভাষী, (-ষিন্), ~বাদী (-দিন্) বিণ. সত্যবাদী। তথ্যানু-সন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা। তথ্যানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী। তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন।
থক definitions

Samsad Bengali-English Dictionary
থক [ thaka ] int expressing: the sound of spitting phlegm (থক করে থুতু ফেলা).
থা definitions

Samsad Bengali-English Dictionary
-থা1 [ -thā1 ] in. comp a place (হেথা, এথা). -থা2 [ -thā2 ] in. comp a manner or way or means or kind (অন্যথা, সর্বথা).
Samsad Bangla Abhidhan
থা1 [ thā1 ] স্থান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)। [সং. 'ত্র' প্রত্যয়]। থা2 [ thā2 ] প্রকার অর্থে সং. তদ্ধিত প্রত্যয় (অন্যথা, সর্বথা)। [সং. থাচ্]।

Processing time: 0.7 s