থেঁতলানো definitions

Bangla-Tangla Dictionary
থেঁতলানো – to smash
Samsad Bengali-English Dictionary
থেঁতো [ thēn̐tō ] a pounded; smashed; bruised; mauled. থেঁতো করা v. to crush to a pulp. থেঁতা, থেঁতানো, থেঁতলানো v. to pound; to smash; to bruise; to make soft and shape less by repeated pounding; to maul. ☐ a. pounded; smashed; bruised; mauled.
Samsad Bangla Abhidhan
থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি. 1 পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); 2 শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা। থোলো, থ্যাঁতলানো, থ্যাবড়া, থ্যাবড়ানো [ thōlō, thyān̐talānō, thyābaṛā, thyābaṛānō ] যথাক্রমে থলো, থেঁতলানো, থেবড়া ও থেবড়ানো -র বানানভেদ।

Processing time: 1.25 s