থামা definitions

Bangla-Tangla Dictionary
থামা – to stop

2nd person intimate present imperative tense of থামানো:
থামানো – to stop something

Samsad Bengali-English Dictionary
থামা [ thāmā ] v to stop; to come to a stop; to halt, to pause; to stop doing or taking (অনেক বলেছ, এবার থামো); to forbear or desist; to be calmed or appeased (রাগ থেমেছে, টাকা না পেলে পাওনাদাররা থামবে না); to cease (বৃষ্টি থামা); to abate, to have re mission (জ্বর থামা). 2nd person intimate present imperative tense of থামানো: থামানো [ thāmānō ] v to cause to stop, to stop; to stop (one) doing or talking; to cause to for bear or desist; to calm or appease; to cause to cease; to abate; to check or prevent.
Samsad Bangla Abhidhan
থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present imperative tense of থামানো: থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.4 s