তৎক্ষণাৎ definitions

Bangla-Tangla Dictionary
তৎক্ষণাৎ – immediately
Samsad Bengali-English Dictionary
তৎ [ tat ] pro he, she, it; they; that; those. ~কর্তৃক adv. by him or her or it. ~কাল n. that time or period or age. ~কালীন a. of or for or during that time or period or age; occurring or prevalent at that time or period or age. ~কালে adv. at that time, then. ~কালোচিত a. right or suitable for the occasion. ~কৃত a. done by him or her or it. ~ক্ষণাৎ adv. at once, immediately, forthwith. ~ক্ষণে adv. at that moment; at or by that time. ~পর adv. after that, thereafter. ☐ a. expert; skilful, adroit; zealous, earnest; eager; enterprising, endeavouring; careful; prompt. ~পরতা n. expertness, skilful ness, adroitness; zeal, earnestness; eagerness; enterprise; endeavour; care fulness, care; promptness, prompti tude. ~পরায়ণ a. sincerely or zealously attached to or engaged in that thing or work. ~পরে same as তৎপর (adv.). ~পশ্চাৎ adv. after or behind that or him or her or it. ~পুরুষ n. the Supreme Be ing, God; (gr.) a system of compounding words (by this system the preceding word loses its inflexion and the succeeding word becomes more prominent. e.g. রাজার পুত্র = রাজপুত্র). ~পূর্বে adv. before that, prior to that. ~সংক্রান্ত, ~সম্বন্ধীয় a. relating to that, regarding that. ~সত্ত্বেও adv. in spite of that; even then. ~সদৃশ a. similar to that, like that. ~সম a. same as that. তৎসম শব্দ (gr.) a Sanskrit word used in the unchanged form in Bengali. ~স্থলাভিষিক্ত a. installed in his or her or its place. ~স্বরূপ same as তৎসদৃশ ।
Samsad Bangla Abhidhan
তৎ [ tat ] (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তৎকালে)। [সং. √ তন্ + অদ্]। ~কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তৎকালে এমন হইত না)। ~কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তৎকালীন অবস্থা)। ~ক্ষণাৎ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ~পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। ☐ বিণ. 1 পটু, দক্ষ (কর্মতৎপর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ~পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ~পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ~পরায়ণতা। ~পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ~ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ~সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ~সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তৎসম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ~স্থলাভি-ষিক্ত বিণ. তার স্থানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ~স্বরূপ বিণ. তৎসদৃশ -র অনুরূপ।

Processing time: 0.39 s