Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ত্রি [ tri ] n three. ☐ a. & n. comp. three, tri ~কালn. the past, the present and the future: these three ages collectively; all times. ~কালজ্ঞa. acquainted with all the three ages: past present and future; omniscient, all-knowing. ~কালদর্শীa. one who or that which sees all three ages: past, present and future; all-seeing. ~কালবেত্তা same as ত্রিকালজ্ঞ । ~কূলn. the three families or family lines of one's father, mother and in-law. ~কূটn. a three-peaked mountain of the Deccan. ~কেশরa. (bot.) triandrous. ~কোণa. triangular. ☐ n. a triangle. ~কোণমিতিn. trigonometry. ~কোণাকৃতিa. triangular. ~কোণীn. a set square. ~কোষ্ঠa. (bot.) tri-locular. ~খণ্ডa. trisected. ~খণ্ডনn. trisection. ~গঙ্গn. confluence of three streams (esp. that of the Ganges, the Jamuna and the Saraswati at Allahabad). ~গামীa. (phys.) three way. ~গুণn. the three characteristic primal qualities of man and other creatures, namely, সত্ত্ব, রজঃ and তমঃ . ☐ a. having the aforesaid qualities; trebled; three times; multiplied by three. ~গুণাa. fem. of ত্রিগুণ । ☐ n. an appellation of Goddess Durga (দুর্গা). ~গুণাত্মকa. having the three characteristic primal qualities, namely, স্ত্ত্ব, রজঃ and তমঃ . fem. ~গুণাত্নিকা । ~গুণিতa. trebled. ~ঘাতa. (arith. & alg.) cubic; (geom.) having three dimensions, solid. ~চক্রযানn. a three-wheeled car or carriage; a tricycle. ~চত্বারিংশa. forty-three. ~চত্বারিংশৎn. & a. forty-three. fem. ~চত্বারিংশতী । ~চত্বারিংশত্তমa. forty-third. fem. ~চত্বারিংশত্তমী । ~জগৎn. the three worlds collectively, namely, heaven earth and the underworld or Hades; the universe. ~তন্ত্রীn. a three-stringed harp. ~তয়n. a triad; a triplet; (phys.) three. ~তলa. (of buildings) three-storeyed; (of ships, omnibuses etc.) three-decked. ☐ n. the second floor; the third deck. ~তাপn. the three kinds of affliction; spiritual, material and supernatural. ~দন্ডীa. three-stringed (ত্রিদন্ডী পইতা). ~দিবn. the sky; the heaven. ~দোষn. morbidity of the three humours of the body; bile, blood and phlegm. ~দোষজa. caused by or arising from or relating to the morbidity of the three humours of the body. ~ধাadv. in or from three ways; in or to or from three directions. ~ধারa. (bot.) triangular. ~ধারাn. a river with three streams; a three-pronged river; a river with three streams called the Mandakini that flows in heaven, the Alakananda that flows on earth and the Bhogawati that flows in the under world; a collection or confluence of three streams. ~নবতিn. & a. ninety-three. ~নবতিতমa. ninety-third. fem. ত্রিনবতিতমী । ~নয়নa. three-eyed. ☐ n. an appellation of Shiva (শিব). ~নয়না (inc. but pop.) ~নয়নীa. fem. of ত্রিনয়ন । ☐ n. an appellation of Goddess Durga (দুর্গা). ~নাথn. God Shiva (শিব), Brahma (ব্রহ্মা), Vishnu (বিষ্ণু) and Shiva (শিব): these three divine manifestations taken collectively; the presiding deity of hemp. ~নেত্রa. same as ত্রিনয়ন (a.) ~পক্ষ, ~পক্ষীয়, ~পাক্ষিকa. tripartite. ~পঞ্চাশৎn. & a. fifty-three. fem. ~পঞ্চাশতী । ~পঞ্চাশত্তমa. fifty-third. fem. ~পঞ্চাশত্তমী । ~পণ্ডa. one who spoils religious material and spiritual good; rascally. ☐ n. a rascal, a rogue, a knave. ~পত্রa. three-leaved, trifoliate. ☐ n. a trefoil; a leaf of the bel (বেল) tree. ~পথগা, ~পথগামিনীn. an appellation of the river Ganges as it flows in heaven, on earth and in the underworld simultaneously. ~পদn. (math.) a tripod. ~পদীn. a kind of Bengali and Sanskrit metre of poetry; a tripod, a teapoy. ~পর্ণa. three-leaved, trifoliate. ☐ n. a trefoil; a kind of flower tree. ~পাদa. three-legged; three-footed; measuring three human feet (ত্রিপাদ জমি); three quarter (ত্রিপাদ পুণ্য). ☐ n. an incarnation of Vishnu (বিষ্ণু) (see বামনাবতার). ~পাপn. three kinds of sins: mortal sins, punishable sins and venial sins. ত্রিপিটকn. the name of the Buddhist scripture. ~পুণ্ড্র, ~পুণ্ড্রকn. a trident-shaped sectarian mark painted on the forehead. ~ফলকa. ternate (leaf). ~ফলাn. the three kinds of myrobalans collectively. ~বর্গn. the three pursuits of the human life: religion, wealth and love collectively; the three characteristic primal qualities of man and other creatures; সত্ত্ব or knowledge, রজঃ or action, and তমঃ or ignorance collectively; income, expenditure and accumulation or multiplication: these three collectively. ~বর্ণn. Brahmin (ব্রাহ্মণ), Kshatriya (ক্ষত্রিয়) and Vaishya (বৈশ্য): these three castes of Hindus collectively. ☐ a. tricoloured, tricolour. ত্রিবর্ণ পতাকা a tricoloured flag, a tricolour. ~বর্ণরঞ্জিতa. dyed or painted in three colours, tricoloured. ~বলি, ~বলীn. the three muscular folds or wrinkles of the belly or the throat. ~বার্ষিকa. triennial. ~বিদ্যা Rik (ঋক্), Sama (সাম) and Yajus (যজুঃ): these three Vedas. ~বিধa. of three kinds; threefold. ~বেণিn. a river with three streams; the river Ganges as it flows in heaven under the name of Mandakini, on earth under the name of Alakananda and in the underworld or Hades under the name of Bhogawati; a confluence of three rivers or streams; the confluence of the Ganges, the Jamuna and the Saraswati at Allahabad. ~বেদীn. one esp. a Brahmin conversant with the three Vedas, namely, the Rik (ঋক্), the Sama (সাম) and the Yajus (যজুঃ). ~ভঙ্গ, ~ভঙ্গিমa. bent or crooked in three parts of the body. ত্রিভঙ্গ-মুরারিn. an appellation of Krishna (কৃষ্ণ) esp. as he piped his flute standing; (sarcas.) a ludicrously ugly person who cannot keep his body erect. ~ভুজn. a triangle. ~ভুজীয়a. triangular. ~ভূবনn. heaven, earth and the underworld or Hades: these three collectively; the (whole) universe. ~ভূবনখ্যাত, ~ভুবনবিখ্যাতa. reputed or famed all over the three world; having universal reputation or fame. ~ভূবনবিজয়ীa. one who or that which has conquered or can conquer the three worlds, namely, heaven, earth and the underworld; world-conquering. ~মাত্রিকa. (geom.) having three dimensions, solid; (arith. & alg.) cubic. ~মুকুটn. triple-crowns or titles (esp. of victory in athletic sports and games). ~মুর্তিn. the Hindu trinity: Brahma (ব্রহ্মা), Vishnu (বিষ্ণু) and Shiva (শিব); (chiefly facet.) a group of three per sons or friends who seem to be inseparable; a trio. ~যামাn. night. ☐ a. consisting of or divided into three parts (ত্রিজামা-যামিনী). ~যোজীa. trivalent. ~রত্নn. Buddha, Buddhism and the Buddhist monastery: these three as considered holy by Buddhists; (chiefly facet. & sarcas.) three precious persons. ~রাত্রn. three consecutive nights and the two days in between them; three nights; a feast or fast continuing for this period. ~লোক same as ত্রিভুবন । ত্রিলোচন same as ত্রিনয়ন । ~শক্তিn. three powers. ☐ a. tripartite. ~শাখা বিন্যাসn. (bot.) tri chasium. ~শির, ~শিরাa. three-headed; three-veined, three-pronged. ত্রিশূলn. a trident. ~শূলী, ~শূলধারীa. armed with or holding a trident. ☐ n. an appellation of Shiva (শিব). ~শূলিনী, ~শূলধারিণীa. fem. of ~শূলী and ~শূলধারী respectively. ☐ n. appellations of Goddess Durga (দুর্গা). ~ষষ্টিn. & a. sixty-three. ~ষষ্টিতমa. sixty-third. fem. ~ষষ্টিতমী । ~সংসার same as ~ভূবন । ত্রিসংসারে তার কেউ নেই he has none to call his own in the whole world. ~সত্যn. an oath thrice repeated or affirmed. সন্ধ্যা n. morning midday and afternoon: these three parts of one day collectively. ~সপ্ততিn. & a. seventy-three. ~সপ্ততিতমa. seventy-third. fem. ~সপ্ততিতমী । ~সীমা, ~সীমানাn. the three boundaries or ends; proximity, neighbourhood. ত্রিসীমানা না মাড়ানো never to come too near, to keep well away from. ~স্রোতা same as ত্রিধারা ।
Samsad Bangla Abhidhan
ত্রি [ tri ] বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ~কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কাল; সর্বকাল। ~কালজ্ঞ, ~কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ~কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ~কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। ☐ বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ~কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ~গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ~গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ~গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। ☐ বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ~গুণা বি. দুর্গা। ☐ বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ~গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। ☐ বি. পূর্ণব্রহ্ম। ~গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ~গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ~ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ~চত্বারিংশৎ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ~চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ~চত্বারিংশত্তমী। ~জগৎ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগৎ। ~তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ~তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ~তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ~ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ~দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ~দশ-বধূ, ~দশ-বনিতা বি. অপ্সরা। ~দশ-মঞ্জরি বি. তুলসী। ~দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ~দশালয় বি. স্বর্গ। ~দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ~দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ~ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ~ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাৎ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ~নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ~নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ~নবতিতমী। ~নয়ন, ~নেত্র, ~লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ~নয়না, ~নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ~নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ~পঞ্চাশৎ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ~পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ~পঞ্চাশত্তমী। ~পত্র বি. বেলপাতা। ☐ বিণ. তিনটি পাতাযুক্ত। ~পথগা, ~পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ~পর্ণ বি. পলাশ গাছ। ☐ বিণ. তিনটি পাতাযুক্ত। ~পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। ☐বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ~পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ~পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ। ~পুণ্ড্র, ~পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ~ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ~বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ~বর্ণ, ~বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ~বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ~বার্ষিকত্রৈবার্ষিক -এর অনুরূপ। ~বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ~বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ~বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ~বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ~বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্থল বা বিয়োগস্থল। ~বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ~ভঙ্গ বিণ. শরীরের তিন স্থানে বক্রতাযুক্ত। ☐ বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ~ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ~ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ~ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ~মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ~মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ~যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাৎ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ~রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ~রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উৎসব। ~লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ~লোচন বি. শিব। ~শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্থায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্থা)। ~শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ~শূলী (-লিন্), ~শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। ☐ বি. শিব। স্ত্রী. ~শূল-ধারিণী। ~সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ~ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ~ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ~ষষ্ঠিতমী। ~সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ~সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ~সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ~সপ্ততি-তমী। ~সীমা, ~সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ~স্রোতা, (বর্জি.) ~স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী।